বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনা
বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনা
সংবাদ প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বায়ুদূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পৃথক দুটি স্মারক জারি করে দেশের সব বিদ্যালয়ে বর্জ্য ও শুকনো পাতা পোড়ানো বন্ধ করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে জারি করা স্মারকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ এবং বায়ুদূষণের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের চিঠির আলোকে বিদ্যালয় পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত আরেকটি নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধ করার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি পরিচালনা করতে হবে।
এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চিঠি সংযুক্ত করে জানানো হয়েছে, বিদ্যালয়গুলোকে স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে। বিশেষত শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, শহর ও গ্রামে নির্বিচারে বর্জ্য ও শুকনো পাতা পোড়ানোর ফলে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করছে। এতে শিশুদের শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, এমনকি হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তাই বিদ্যালয় পর্যায়ে এ বিষয়ে শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারি এ উদ্যোগের ফলে আগামী দিনে বিদ্যালয়গুলো শুধু শিক্ষা প্রদানেই নয়, বরং পরিবেশবান্ধব সমাজ গঠনের দিকেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
No comments
Your opinion here...