ad

বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনা

Views

বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনা

সংবাদ প্রতিবেদন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বায়ুদূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পৃথক দুটি স্মারক জারি করে দেশের সব বিদ্যালয়ে বর্জ্য ও শুকনো পাতা পোড়ানো বন্ধ করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে জারি করা স্মারকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ এবং বায়ুদূষণের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের চিঠির আলোকে বিদ্যালয় পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত আরেকটি নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধ করার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি পরিচালনা করতে হবে।

এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চিঠি সংযুক্ত করে জানানো হয়েছে, বিদ্যালয়গুলোকে স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে। বিশেষত শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শহর ও গ্রামে নির্বিচারে বর্জ্য ও শুকনো পাতা পোড়ানোর ফলে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করছে। এতে শিশুদের শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, এমনকি হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তাই বিদ্যালয় পর্যায়ে এ বিষয়ে শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারি এ উদ্যোগের ফলে আগামী দিনে বিদ্যালয়গুলো শুধু শিক্ষা প্রদানেই নয়, বরং পরিবেশবান্ধব সমাজ গঠনের দিকেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
 www.dpe.gov.bd

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২.১৬৯৭

তারিখ: ৩০ শ্রাবণ ১৪৩২
১৪ আগষ্ট ২০২৫

বিষয়: বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১২ আগস্ট ২০২৫ তারিখের ৩৮.০০.০০০০.০০০.০০২,৯৯,০০০২.২৫.১২৮৪ নং স্মারক এবং পরিবেশ, বন ওজলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের ২২.০০.০০০০.০৭৫.২২.০০১.১৯(অংশ-১),২৩৭ নং স্মারক পত্রের মর্মানুযায়ী বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্ত: বর্ণনা মোতাবেক

স্বাক্ষরিত

মোহাম্মদ নজরুল ইসলাম
সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 
প্রশাসন-২ অধিশাখা
www.mopme.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০২.৯৯.০০০২.২৫.১২৮৪

তারিখ: ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ 
১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের স্মারক নং: ২২.০০.০০০০.০৭৫.২২.০০১.১৯ (অংশ-১).২৩৭; ২৪ জুলাই ২০২৫।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি বিবেচনায় বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধ এবং সচেতনতা সৃষ্টির কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে ঢাকাসহ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনা প্রদানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হতে অনুরোধ করা হয়েছে।

০২। এমতাবস্থায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হতে প্রাপ্ত পত্রের মর্মানুযায়ী বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধ এবং সচেতনতা সৃষ্টির কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে ঢাকাসহ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সকল সংযুক্তিসমূহ:

(১) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পত্র

স্বাক্ষরিত
মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার
উপসচিব
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.