ad

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

Views


প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

ঢাকা, ১৪ আগস্ট ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন সকল শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (টিটিআই)-কে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। প্রশিক্ষণকালে প্রশিক্ষণার্থীদের জন্য ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

১৪ আগস্ট ২০২৫ তারিখে (৩০ শ্রাবণ ১৪৩২) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে ১২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক স্মারকের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি

স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রেরিত এক ডিও (D.O.) চিঠিতে জানানো হয়, তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং দেশের অর্থনীতির জন্যও ক্ষতিকর। দি টোব্যাকো অ্যাটলাস-২০১৮ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ তামাকজনিত রোগে মৃত্যুবরণ করেন। ২০১৭ সালের Global Adult Tobacco Survey অনুযায়ী, দেশে ১৫ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যার ৩৫.৩ শতাংশ ধূমপান বা ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে থাকে।

বাংলাদেশ ২০০৩ সালে Framework Convention on Tobacco Control (FCTC)-এ স্বাক্ষর এবং ২০০৪ সালে অনুসমর্থন করে। এরপর ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ প্রণয়ন করা হয়। এ আইন অনুযায়ী সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধ।

শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটকে ধূমপানমুক্ত রাখার যৌক্তিকতা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এবং শিক্ষকগণ সেই ভবিষ্যৎ নির্মাণের কারিগর। ধূমপানের অভ্যাস থেকে শিশু-কিশোররা অন্যান্য আসক্তির দিকে ধাবিত হতে পারে। তাই প্রশিক্ষণকালীন সময়ে ধূমপান ও তামাক ব্যবহার নিষিদ্ধ করলে তা প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। একইসঙ্গে তাঁরা পরবর্তীতে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত রাখতে সচেষ্ট হবেন।

পর্যবেক্ষণ ও মনিটরিং ব্যবস্থা

নতুন এ নির্দেশনায় জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের টিটিআই পরিদর্শনের সময় এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের পরিদর্শন প্রতিবেদনে ধূমপানমুক্ত পরিবেশ বাস্তবায়নের অগ্রগতি অন্তর্ভুক্ত করতে হবে।

সচিবের বার্তা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা বলেন,
“একটি সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত জাতি গঠনের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহকে শতভাগ ধূমপানমুক্ত রাখা অপরিহার্য। এ উদ্যোগ প্রশিক্ষণার্থীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২. ১৬৯৮

তারিখ: ৩০ শ্রাবণ ১৪৩২

১৪ আগষ্ট ২০২৫

বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহকে শতভাগ ধুমপানমুক্ত ঘোষনা করে প্রশিক্ষণকালে প্রশিক্ষাণার্থীদের জন্য ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধকরণ সংক্রান্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১২ আগস্ট ২০২৫ তারিখের ৩৮.০০.০০০০.০০০.০০২.৯৯,০০০২.২৫.১২৮৩ নং স্মারকে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহকে শতভাগ ধুমপানমুক্ত ঘোষনা করে প্রশিক্ষণকালে প্রশিক্ষাণার্থীদের জন্য ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধকরণ সংক্রান্ত পত্রের মর্মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্ত: বর্ণনা মোতাবেক

স্বাক্ষরিত

মোহাম্মদ নজরুল ইসলাম।।

সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সচিব

স্বাস্থ্য সেবা বিভাগ

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ডি.ও.নং- স্বাপকম/স্বাসেবি/এনটিসিসি/শি. ম. যো/২০২৫/০২/১৭১
তারিখ: ০৩ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

প্রিয় মহোদয়,

আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি। একইসঙ্গে, দেশের অর্থনীতির উপরও এর নেতিবাচক প্রভাব অত্যন্ত স্পষ্ট। দি টোব্যাকো অ্যাটলাস-এর ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ১,৬১,০০০ মানুষ মৃত্যুবরণ করেন। ২০১৭ সালের Global Adult Tobacco Survey অনুযায়ী ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যার ৩৫.৩% ধূমপান বা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহার করে থাকেন।

বাংলাদেশ ২০০৩ সালে Framework Convention on Tobacco Control (FCTC) স্বাক্ষর করে এবং ২০০৪ সালে তা অনুসমর্থন করে। তামাক ব্যবহার নিয়ন্ত্রণে সরকার ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন এবং পরবর্তীতে এর অধীনে বিধিমালা প্রণয়ন করে। উক্ত আইন ও বিধিমালা অনুযায়ী, সরকারি দপ্তর হিসেবে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহকে ধূমপানমুক্ত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ এবং শিক্ষকগণ সেই ভবিষ্যৎ নির্মাণের কারিগর। সাধারণ ধূমপানের অভ্যেস থেকেই শিশু-কিশোর-যুবারা ক্ষতিকর অন্যান্য আসক্তির দিকে ধাবিত হতে পারে। সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই প্রেক্ষাপটে, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগাধীন শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করে প্রশিক্ষণকালে প্রশিক্ষণার্থীদের জন্য ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ উদ্যোগ প্রশিক্ষণার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি তাঁদের ব্যক্তিগত অভ্যাসেও ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত রাখার প্রয়াসে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন।
উল্লিখিত কার্যক্রমসমূহের বাস্তবায়ন ও মনিটরিং নিশ্চিতকল্পে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনকালে বিষয়গুলো পর্যবেক্ষণ এবং পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার নির্দেশনা প্রদান করা যেতে পারে। সার্বিক বিবেচনায়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং একটি স্বাস্থ্যবান, মাদকমুক্ত জাতি গঠনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহকে শতভাগ ধূমপানমুক্ত রাখতে আপনার দৃঢ় সমর্থন ও সদয় নির্দেশনা কামনা করছি।

আপনার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

স্বাক্ষরিত
(মোঃ সাইদুর রহমান)


শুভেচ্ছান্তে

জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা

সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.