বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিস্কার ও ছাদ বাগান করার নির্দেশ
বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিস্কার ও ছাদ বাগান করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিতভাবে পরিস্কার এবং ছাদে বাগান করার নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে ১৭ আগস্ট ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত এক দপ্তর আদেশে সকল উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৯ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত এডিপি পর্যালোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে— বিদ্যালয়ের ছাদে পানি জমে ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রতিটি বিদ্যালয়ের ছাদ নিয়মিত পরিস্কার রাখতে হবে এবং যেখানে সম্ভব সেখানে ছাদ বাগান করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রেরিত নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ এমনভাবে পরিস্কার রাখতে হবে যাতে পানি ও ময়লা-আবর্জনা জমে না থাকে। পাশাপাশি যেসব বিদ্যালয়ের ছাদে বাগান করার উপযুক্ত পরিবেশ রয়েছে, সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ছাদ বাগান গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে।
এ বিষয়ে এক শিক্ষা কর্মকর্তা বলেন, “ছাদ পরিস্কার রাখলে বিদ্যালয় ভবন দীর্ঘস্থায়ী হবে এবং ছাদ বাগান করলে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে।”
অধিদপ্তর জানায়, নির্দেশনার সঙ্গে ৭ পাতার একটি সংযুক্তিও পাঠানো হয়েছে যেখানে ছাদ রক্ষণাবেক্ষণ ও বাগান করার প্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ আছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগকে পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি অবকাঠামো সুরক্ষার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১.০০০০.০০০.৭০০.০৬.০০৮২.২৫-৬২৬ (৫৯)
তারিখ: ০২ ভাদ্র ১৪৩২
১৭ আগস্ট ২০২৫
বিষয়: বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিতভাবে পরিস্কার এবং ছাদে বাগান করা সংক্রান্ত।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের স্মারক নম্বর-৩৮.০০.০০০০.০০০.০২৬.০৬.০০০২.২৫.১০১; তারিখ: ০৬ আগস্ট ২০২৫।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৯ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এডিপি পর্যালোচনা সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:
"বিদ্যালয়ের ছাদে পানি জমে বিদ্যালয়ের ছাদ তথা ভবন নষ্ট না হয় তার প্রতি লক্ষ্য রেখে ছাদে বাগান করা এবং ছাদ পরিস্কার রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
২। উপরোল্লিখিত সিদ্ধান্তের আলোকে তাঁর উপজেলার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ নিয়মিতভাবে পরিস্কার করতে হবে যাতে ছাদে পানি ও ময়লা আবজনা জমে না থাকে। এছাড়াও যে সকল বিদ্যালয়ের ছাদে ছাদ বাগান করা সম্ভব সেসকল বিদ্যালয়ের ছাদে নিজস্ব ব্যবস্থাপনায় ছাদ বাগান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: বর্ননামতে (০৭ পাতা)।
স্বাক্ষরিত
মিরাজুল ইসলাম উকিল, এনডিসি
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
No comments
Your opinion here...