অভ্যন্তরীণ প্রশিক্ষণে বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনঃনির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ প্রশিক্ষণে বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনঃনির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়
বিস্তারিত প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-২ শাখা বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ (In house training) পরিচালনার ক্ষেত্রে বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনঃনির্ধারণ করেছে। ১৪ আগস্ট ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনে এ সংক্রান্ত বিস্তারিত হার ও শর্তাবলি উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর কর্তৃক আয়োজিত নিজস্ব কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য নতুন হার নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে—
১. বক্তা/প্রশিক্ষক সম্মানী:
৩য় গ্রেড/যুগ্মসচিব এবং তদূর্ধ্ব পর্যায়: প্রতি ঘণ্টার সেশনে ৩,৬০০ টাকা।
-
৪র্থ গ্রেড/৫ম গ্রেড/উপসচিব এবং তদনিম্ন পর্যায়: প্রতি ঘণ্টার সেশনে ৩,০০০ টাকা।
২. প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা:
গ্রেড-৯ এবং তদূর্ধ্ব পর্যায়: ১,২০০ টাকা।
-
গ্রেড-১০ এবং তদনিম্ন পর্যায়: ১,০০০ টাকা।
৩. কোর্স পরিচালকের সম্মানী (যদি থাকে): প্রতিদিন ২,০০০ টাকা।
৪. কোর্স সমন্বয়কের সম্মানী (যদি থাকে): প্রতিদিন ১,৫০০ টাকা।
৫. সাপোর্ট স্টাফদের সম্মানী (প্রতি কোর্সে সর্বোচ্চ ৩ জন): প্রতিদিন জনপ্রতি ১,০০০ টাকা।
শর্তাবলি অনুযায়ী:
এই হার শুধুমাত্র নিজ নিজ দপ্তরের কর্মচারীদের জন্য আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রযোজ্য হবে।
-
মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর আয়োজিত প্রশিক্ষণ, প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ, কিংবা দিনব্যাপী নয় এমন প্রশিক্ষণে দুপুরের খাবারের খরচ বহন করা যাবে না।
-
গ্রেড বলতে Substantive grade বোঝাবে।
-
প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই নতুন হার কার্যকর হবে।
প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ,
অর্থ মন্ত্রণালয়
নং-০৭,০০,০০০০.১৭১.৩৩.০২১.২০-২৫৩
তারিখ: ৩০ শ্রাবণ ১৪৩২ ১৪ আগস্ট ২০২৫
বিষয়: বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের (In house training) বক্তা সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার হার পুন:নির্ধারণ সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ে মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের (In house training) বক্তা সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার বিষয়ে অর্থ বিভাগের ২২/০৫/২০১৯ তারিখের ০৭.০০.০০০০.১৭২.৩৩.০০৫.১৩.-১১১ নং স্মারকের মাধ্যমে নির্ধারিত হার নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে নিম্নরুপভাবে পুন:নির্ধারণ করা হলো:
১)ব্যয়ের খাতঃ প্রশিক্ষক সম্মানী
বক্তা/প্রশিক্ষণার্থীদের পদক্রমঃ
ক) ৩য় গ্রেড/যুগ্মসচিব এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীঃ অর্থ বিভাগ কর্তৃক প্রস্তাবিত পুনঃনির্ধারিত হারঃ
৩,৬০০/- (তিন হাজার ছয়শত) টাকা (প্রতি ঘণ্টার সেশন)
খ) ৪র্থ গ্রেড/৫ম গ্রেড/ উপসচিব এবং তদনিম্ন পর্যায়ের কর্মচারীঃ অর্থ বিভাগ কর্তৃক প্রস্তাবিত পুনঃনির্ধারিত হারঃ ৩,০০০/- (তিন হাজার) টাকা (প্রতি ঘণ্টার সেশন)
২) ব্যয়ের খাতঃ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা
বক্তা/প্রশিক্ষণার্থীদের পদক্রমঃ ক) গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীঃ অর্থ বিভাগ কর্তৃক প্রস্তাবিত পুনঃনির্ধারিত হারঃ ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা
খ) গ্রেড-১০ এবং তদনিম্ন পর্যায়ের কর্মচারীঃ অর্থ বিভাগ কর্তৃক প্রস্তাবিত পুনঃনির্ধারিত হারঃ ১,০০০/- (এক হাজার) টাকা
৩) ব্যয়ের খাতঃ কোর্স পরিচালকের সম্মানী (যদি থাকে)ঃ অর্থ বিভাগ কর্তৃক প্রস্তাবিত পুনঃনির্ধারিত হারঃ
২,০০০/- (দুই হাজার) টাকা (প্রতি দিনের জন্য)
৪) ব্যয়ের খাতঃ কোর্স সমন্বয়কের সম্মানী (যদি থাকে)ঃ অর্থ বিভাগ কর্তৃক প্রস্তাবিত পুনঃনির্ধারিত হারঃ ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা (প্রতি দিনের জন্য)



No comments
Your opinion here...