IPEMIS সফটওয়্যারে বৃত্তি পরীক্ষার্থীর তথ্য এন্ট্রির সময়সীমা বৃদ্ধি
IPEMIS সফটওয়্যারে বৃত্তি পরীক্ষার্থীর তথ্য এন্ট্রির সময়সীমা বৃদ্ধি
👉সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫: পরীক্ষার্থী তথ্য এন্ট্রির সময়সীমা ২৬ আগস্ট পর্যন্ত বৃদ্ধি
বিস্তারিত প্রতিবেদন:
সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার্থী তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে বিদ্যালয় পর্যায়ে এন্ট্রির সময়সীমা বাড়ানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি, ছবি ও স্বাক্ষর আপলোডসহ এই কাজ এখন আগামী ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা/থানাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সময়সীমার মধ্যে সব তথ্য সঠিকভাবে এন্ট্রি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, IPEMIS সফটওয়্যারে পরীক্ষার্থীর তথ্য যাচাইকরণ ও অনুমোদনের কাজও একই সময়সীমার মধ্যে, অর্থাৎ ২৬ আগস্ট ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনায় সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, বৃত্তি পরীক্ষার জন্য পরীক্ষার্থীর তথ্য সঠিকভাবে এন্ট্রি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তথ্যের ভিত্তিতেই প্রশ্নপত্র প্রস্তুত, রোল নম্বর প্রদান এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়। তাই বিদ্যালয় পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-১৬৮৮
তারিখ: ৩০ শ্রাবণ ১৪৩২ ১৪ আগস্ট ২০২৫
বিষয়: "সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫" এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে বিদ্যালয় পর্যায়ে এন্ট্রির সময় বৃদ্ধি প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তাঁর উপজেলা/থানাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় হতে "সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫" এর পরীক্ষার্থী তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে বিদ্যালয় পর্যায়ে এন্ট্রিকরণ (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) এর সময়সীমা আগামী ২৬ আগষ্ট ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
০২। এমতাবস্থায়, IPEMIS সফটওয়্যারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, IPEMIS সফটওয়্যারে পরীক্ষার্থীর তথ্য (ডিআর) যাচাইকরণ এবং অনুমোদন পূর্বনির্ধারিত ২৬ আগষ্ট ২০২৫ পর্যন্ত সম্পন্ন করা যাবে।
স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম' সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
No comments
Your opinion here...