ad

৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ — মাউশি

Views

 


৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ — মাউশি

সংবাদ প্রতিবেদন:

ঢাকা, ১৪ জুলাই ২০২৫:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সকল আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা, থানা পর্যায়ের অফিস এবং সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজগুলোকে ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের ইএমআইএস সেলের স্মারক নং: ৩৭.০২.০০০০.০০০.১১৩.৪৯.০০০১.১৯.২৫ অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে জাতীয় তথ্য বাতায়নের (www.bangladesh.gov.bd) অধীনেই সকল সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানকে ওয়েবসাইট তৈরি করতে হবে। নিজস্ব অর্থায়নে আলাদা ওয়েবসাইট তৈরির প্রয়োজন নেই।

বলা হয়েছে, অনেক প্রতিষ্ঠানের এখনো নিজস্ব ওয়েবসাইট নেই কিংবা থাকলেও তা দীর্ঘদিন ধরে হালনাগাদ হয়নি। ফলে শিক্ষার্থীদের তথ্য, পাঠদানের সূচি, শিক্ষক-কর্মচারীর তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দাপ্তরিক তথ্য প্রাপ্তিতে সমস্যা হচ্ছে।

প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইটে যে তথ্যগুলো বাধ্যতামূলকভাবে সংরক্ষণ ও হালনাগাদ করতে হবে, তার মধ্যে রয়েছে:

  1. প্রতিষ্ঠান পরিচিতি

  2. পাঠদানের অনুমতি ও স্বীকৃতি

  3. শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থী সংখ্যা

  4. অনুমোদিত শাখাসমূহের তথ্য

  5. পাঠদানের সময়সূচি, শিক্ষক তালিকা ও পাঠ্যসূচি

  6. এমপিও সংক্রান্ত তথ্য

  7. প্রতিষ্ঠানের ঠিকানা ও যোগাযোগের নম্বর

  8. তথ্য সেবা কেন্দ্র ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার তথ্য

  9. ব্যবস্থাপনা কমিটির বিস্তারিত

  10. প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারীর তথ্য

এছাড়াও ওয়েবসাইটের ওয়েব ঠিকানা অনলাইনে DSHE/EMIS এর IMS মডিউলে (www.emis.gov.bd) জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এ নির্দেশনায় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল অফিস ও প্রতিষ্ঠান প্রধানদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা।

ইএমআইএস সেল

 www.dshe.gov.bd

স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.০০০.১১৩.৪৯.০০০১.১৯.২৫

তারিখ: ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ 

১৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন "অফিসসমূহ আঞ্চলিক কার্যালয়/জেলা/উপজেলা/থানা" এবং "সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ" এর নিজস্ব ওয়েবসাইট তৈরি/হালনাগাদকরণ প্রসঙ্গে।

সূত্র: স্বারক নং: ৩৭.০২.০০০০.১০১.০৬.০০১.২০২৫.৩২০; তারিখ ০৩/০৭/২০২৫

উপর্যুক্ত বিষয় এবং সুত্রের প্রেক্ষিতে জানান যাচ্ছে যে, অত্র অধিদপ্তরের আওতাধীন "অফিসসমূহ আঞ্চলিক কার্যালয়/জেলা/উপজেলা/থানা" এবং "সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ" এর অনেকের নিজস্ব ওয়েবসাইট নেই এবং যাদের আছে তাদের হালনাগাদ নেই। এমতাবস্থায়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) -এর অধীন সরকারি প্রতিষ্ঠানসমূহ সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে আলাদাভাবে দপ্তরের নিজস্ব ব্যয়ে ওয়েবসাইট তৈরি না করে স্ব-স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটসমূহ আবশ্যিকভাবে জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্ক এর আওতায় তৈরি করবে এবং তাদের প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, স্কুল এন্ড কলেজ এবং কলেজ) ওয়েবসাইট তৈরি/হালনাগাদকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই বা থাকলেও হালনাগাদ নেই। উল্ল্যেখ্য, প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (শিক্ষক, শিক্ষিকার নামসহ পূর্ণাঙ্গ রুটিন, পাঠ্যসূচী, বিবিধ নোটিশ ইত্যাদি), এমপিও, প্রতিষ্ঠানের ফোন/মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা ও মোবাইল নম্বর, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও মোবাইল নম্বর, প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারীর তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে।

এমতাবস্থায়, আগামী ৩১শে জুলাই ২০২৫ইং তারিখের মধ্যে অত্র অধিদপ্তরের আওতাধীন অফিসসমূহ "আঞ্চলিক কার্যালয়/জেলা/উপজেলা/থানা" এবং "সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ)" এর নিজস্ব ওয়েবসাইট তৈরি/হালনাগাদ করে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েবঠিকানা মাউশি অধিদপ্তরের DSHE/EMIS এর IMS মডিউলে (www.emis.gov.bd) প্রদান করার জন্য অনুরোধ করা হল।

স্বাক্ষরিত

১৪-০৭-২০২৫

প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান 

মহাপরিচালক

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা।




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.