প্রাথমিক শিক্ষায় নতুন যুগ: পাঁচটি পদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
প্রাথমিক শিক্ষায় নতুন যুগ: পাঁচটি পদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
👉প্রাথমিক শিক্ষায় পরিবর্তনের হাওয়া: পাঁচটি গুরুত্বপূর্ণ পদের নাম বদলের সিদ্ধান্ত চূড়ান্ত
সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ০২ জুলাই ২০২৫:
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ পাঁচটি গুরুত্বপূর্ণ পদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সিদ্ধান্ত মে, ২০২৫ মাসে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের সমন্বয় সভার সিদ্ধান্ত (দফা ১৫(ii)) অনুযায়ী চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের অধীন প্রশাসন-১ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পাঁচটি পদের নাম নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রস্তাবটি অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০.১০৭.১৮.০০১.২৫-১১৯৭; তারিখ: ১৮/০৬/২০২৫ অনুসারে প্রেরিত হয়।
নাম পরিবর্তনের তালিকায় রয়েছে:
১. সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার → অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
-
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯), মোট পদ: ১২৮টি
২. অর্থ কর্মকর্তা → হিসাবরক্ষণ কর্মকর্তা
-
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯), মোট পদ: ১টি
৩. সহকারী মনিটরিং অফিসার → প্রশাসনিক কর্মকর্তা
-
বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০), মোট পদ: ৬৪টি
-
এর মধ্যে পদোন্নতির মাধ্যমে ৫১টি ও সরাসরি নিয়োগ ১৩টি পদ পূরণ করা হবে
৪. পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক → সহকারী ইন্সট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)
-
বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০), মোট পদ: ৩৩৫টি
৫. সহকারী শিক্ষক → শিক্ষক
-
বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩), মোট পদ: ৩,৬২৪১৮টি
এই পরিবর্তনের ফলে প্রশাসনিক কাঠামোর শৃঙ্খলা ও পদের নামের সাথে দায়িত্বের সমন্বয় নিশ্চিত হবে বলে মনে করছে মন্ত্রণালয়। পদগুলোতে আগের বেতন কাঠামো ও পদসংখ্যা অপরিবর্তিত থাকলেও নতুন নামের মাধ্যমে পদের মর্যাদা ও দায়িত্বের স্পষ্টতা বৃদ্ধি পাবে।
এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শামছুল আরিফ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদের নাম পরিবর্তনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করে প্রেরণ করা হয়েছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি আধুনিক ও কর্মক্ষম প্রশাসনিক কাঠামো গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
www.mopme.gov.bd
- নম্বর-৩৮,০০,০০০০,০০১,২৮.০০২.২৩.৫৮০
তারিখ: ১৮ আষাঢ় ১৪৩২
০২ জুলাই ২০২৫
বিষয়:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ০৫ (পাঁচ) টি পদের নাম পরিবর্তন সংক্রান্ত।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০,১০৭,১৮,০০১.২৫-১১৯৭; তারিখ: ১৮/০৬/২০২৫।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মে, ২০২৫ মাসের সমন্বয় সভার সিদ্ধান্ত ১৫(ii)-এর প্রেক্ষিতে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অর্থ কর্মকর্তা, সহকারী মনিটরিং অফিসার, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক পদের পদনাম পরিবর্তনের জন্য সূত্রোক্ত স্মারকে প্রস্তাব করা হয়েছে। বিবরণ নিম্নরূপ:
বিদ্যমান
পদের নাম, বেতনক্রম ও পদসংখ্যা, ফিডার পদ সংখ্যা (পদ ভিত্তিক), ফিডার পদের বেতনক্রম (পদভিত্তিক)
০১) সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-, গ্রেড-০৯ পদ সংখ্যা-১২৮টি
প্রস্তাবিত
অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-, গ্রেড-০৯ পদ সংখ্যা-১২৮টি
বিদ্যমান
২) অর্থ কর্মকর্তা
বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-, গ্রেড-০৯ পদ সংখ্যা-১টি
প্রস্তাবিত
হিসাবরক্ষণ কর্মকর্তা
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-, গ্রেড-০৯-
পদ সংখ্যা-১টি
বিদ্যমান
৩) সহকারী মনিটরিং অফিসার
বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০/-, ১০ গ্রেড
পদ সংখ্যা-৬৪ টি
পদোন্নতির মাধ্যমে-৫১
সরাসরি নিয়োগের মাধ্যমে-১৩
প্রস্তাবিত
প্রশাসনিক কর্মকর্তা
বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০/-, ১০ গ্রেড
পদ সংখ্যা-৬৪ টি
পদোন্নতির মাধ্যমে-৫১
সরাসরি নিয়োগের মাধ্যমে-১৩
বিদ্যমান
০৪) পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক
বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০/-, ১০ম গ্রেড
পদ সংখ্যা-৩৩৫
সরাসরি নিয়োগের জন্য পদসংখ্যা-৩৩৫
প্রস্তাবিত
সহকারী ইন্সট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)
বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০/-, ১০ম গ্রেড
পদ সংখ্যা-৩৩৫
সরাসরি নিয়োগের জন্য পদসংখ্যা-৩৩৫
বিদ্যমান
০৫) সহকারী শিক্ষক
বেতনক্রম: ১১০০০-২৬৫৯০/-, গ্রেড-১৩ পদ সংখ্যা-৩৬২৪১৮টি
ফিডার পদসংখ্যা- নাই
প্রস্তাবিত
শিক্ষক
বেতনক্রম: ১১০০০-২৬৫৯০/-, গ্রেড-১৩ পদ সংখ্যা-৩৬২৪১৮টি ফিডার পদসংখ্যা- নাই
০২। এমতাবস্থায়, উপর্যুক্ত বর্ণনার আলোকে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অর্থ কর্মকর্তা, সহকারী মনিটরিং অফিসার, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এবং সহকারী শিক্ষক এর পদনাম পরিবর্তনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত সকল কাগজপত্র নির্দেশক্রমে এতদসঙ্গে প্রেরণ করা হলো।
সংযুক্তি: বর্ণনা মোতাবেক।
স্বাক্ষরিত
মোঃ শামছুল আরিফ
উপসচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
No comments
Your opinion here...