ad

উপবৃত্তি প্রদানের নিমিত্ত EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারে অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার তথ্য প্রদান সংক্রান্ত পত্র।

Views

 


উপবৃত্তি প্রদানের নিমিত্ত EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারে অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার তথ্য প্রদান সংক্রান্ত পত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
সরকারি ও সিনিয়র মাদ্রাসা শাখা
গাইড হাউস (৭ম ও ১০ম তলা) নিউ বেইলি রোড, ঢাকা
www.dme.gov.bd
তারিখঃ ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ

স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০০০.০০৩.৯৯.০০০৩.২৪.১৩৩

সূত্র: ০১। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং: ০৭.১০২.০২০.০০.০৯.০০৯.২০১০-১৪২; তারিখ: ০৮/০৪/২০২৪ খ্রি.

০২। টিএমইডির স্মারক নং: ৫৭.০০.০০০০.০০০.০৫৭.২৯.০০০১.২৪.৪৮; তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি প্রদানের প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে।

২। উক্ত অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন iBAS++ এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এমতাবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ-কে EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারের নিন্মলিখিত লিংকে প্রবেশ করে আগামী ২৫ মে ২০২৫ খ্রি. বিকাল ৫.০০ এর মধ্যে প্রতিষ্ঠানের তথ্য প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ-কে ইউজার আইডি মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে যার ডিফল্ট পাসওয়ার্ড Abc@1234 উক্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাধ্যতামূলক ভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পাসওয়ার্ড সেভ রাখতে হবে। পরবর্তীতে উপজেলায় যতগুলো অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে সেগুলোর তালিকা দেখা যাবে এবং প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশোধন, সংযোজন, বিয়োজন করা যাবে।

EESP MIS সিস্টেম এর লাইভ সার্ভার এর ইউআরএল এড্রেস:

https://mesp.finance.gov.bd/mesp/login


স্বাক্ষরিত

বেনজীর আহমেদ 

সহকারী পরিচালক




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.