ad

উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত প্রতিপালন সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।

Views

 


উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত প্রতিপালন সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সমন্বয় ও তত্ত্বাবধান সেল

সেকশন ২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১১০.০৯.০২২.২০২১-৩৬৪

তারিখ: ০১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ১৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত প্রতিপালন সংক্রান্ত।

সূত্র: ১। মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং ০৪.০০,০০০০,৩১২.১৬,০০০৯.২৩.৫৯, তারিখ: ১২ মে ২০২৫ ২। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮.০০.০০০০.০০৫.১৬.০২২.২৪-৩২৮, তারিখ: ১৫ মে ২০২৪

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাষ্ট্রীয় অর্থে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, প্রকল্প, পুরষ্কার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠনে স্থাপিত চেয়ার/কর্ণার, বিভিন্ন সড়কের নামকরণের ক্ষেত্রে বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত বাক্তিবর্গের নাম পরিবর্তন সংক্রান্ত তথ্য প্রেরণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশনা রয়েছে।

২। বর্ণিতাবস্থায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চাহিত তথ্যাদি (মন্ত্রিপরিষদ বিভাগের ছক 'খ') সংশ্লিষ্ট বিভাগ/শাখা/সেলকে আগামী ০৩ জুন ২০২৫ তারিখ বেলা ২:০০ টার মধ্যে আবশ্যিকভাবে হার্ডকপি এবং সফটকপি (ইউনিকোড/ NikoshBAN Font-এ এবং ই-মেইল coordinationcell.dpe@gmail.com) সমন্বয় ও তত্ত্বাবধান সেলে জরুরীভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৩। বিষয়টি অতীব জরুরি। সংযুক্ত: ছক-খ ০১ পাতা।

স্বাক্ষরিত

(মোঃ সাইদুল ইসলাম)

সহকারী পরিচালক



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.