ad

পিইডিপি৪-এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক নির্মাণ কাজের সমস্যা অবহিতকরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।

Views



 পিইডিপি৪-এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক নির্মাণ কাজের সমস্যা অবহিতকরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা- ১২১৬

 www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০১.১৯.০০৬.১৮-১৫৬

তারিখ: ০৮ জ্যৈষ্ঠ ১৪৩২ 

২২ মে ২০২৫

বিষয়: পিইডিপি৪-এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক নির্মাণ কাজের সমস্যা অবহিতকরণ প্রসঙ্গে। 

সূত্র: স্মারক নম্বর- - ৩৮,০১,০০০০,১০১.৯৯.০০৬.১৮-৩৭, তারিখ: ১১ মার্চ ২০২৫

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও)-এর আওতায় দেশের বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও ওয়াশব্লকের নির্মাণ কাজ চলমান রয়েছে। উক্ত অবকাঠামোসমূহের নির্মাণ কাজ এলজিইডি ও ডিপিএইচই-এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এলজিইডি ও ডিপিএইচই কর্তৃক নির্মাণাধীন শ্রেণিকক্ষ ও ওয়াশব্কেলর চলমান কাজ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার ক্ষেত্রে যদি কোন ধরণের প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয় অথবা প্রাক্কলন অনুযায়ী কাজের গুণগতমান নিশ্চিত না হয় তবে উক্ত বিদ্যালয়সমূহের তালিকা প্রেরণের জন্য সূত্রোক্ত পত্রের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু অদ্যাবধি তা পাওয়া যায়নি।

২। এমতাবস্থায়, বর্ণিত বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে উক্ত বিদ্যালয়সমূহের তালিকা আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পুনরায় অনুরোধ করা হলো।

বিষয়টি অতি জরুরি।

স্বাক্ষরিত

মোহাম্মদ আতিকুর রহমান 

অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপিও) (অতিরিক্ত সচিব)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.