পিইডিপি-৪ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক নির্মাণ কাজের গুনগত মান নিশ্চিতকল্পে করনীয় সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।
পিইডিপি-৪ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক নির্মাণ কাজের গুনগত মান নিশ্চিতকল্পে করনীয় সংক্রান্ত প্রাশিঅ এর পত্র। (১১.০৩.২৫)।
বিষয়: পিইডিপি৪-এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতকল্পে করণীয়।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক নির্মিত হচ্ছে। এলজিইডি ও ডিপিএইচই'র তত্ত্বাবধানে উক্ত নির্মাণ কাজ চলমান আছে। প্রাক্কলন অনুযায়ী গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত অবকাঠামোর নির্মাণ কাজ সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতকল্পে নিম্নোক্ত করণীয় বিষয়সমূহ নিশ্চত করা অতি জরুরি:
১) এসএমসি ও প্রকৌশল বিভাগের সহযোগিতায় জায়গা নির্বাচন করা। এই ক্ষেত্রে ভবিষ্যতে আর কি কি স্থাপনা নির্মাণ হতে পারে এবং সেই স্থাপনার জন্য কোন জায়গাটি উপযুক্ত তা বিবেচনায় নিয়ে জায়গা নির্বাচন চুড়ান্ত করা। ২) নির্বাচিত স্থানে সয়েল টেস্ট ও লে-আউট সম্পন্ন করতে প্রকৌশল বিভাগকে সহযোগিতা করা। ৩) এলজিইডি অথবা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে নির্মাণ কাজের ড্রয়িং, ডিজাইন ও প্রাক্কলন বই সংগ্রহ করা। ৪) প্রাক্কলন মোতাবেক সকল প্রকার নির্মাণ সামগ্রী যেমন: ইট, পাথর, খোয়া, বালু, রড ইত্যাদির গুণগতমান ঠিক আছে কিনা তা যাচাই করা। ৫) বিদ্যালয় ভবন, শ্রেণিকক্ষ বা বরান্দাসহ যত্রতত্র নির্মাণসমগ্রী রাখতে না দিয়ে নির্দিষ্ট জায়গায় সেগুলো রাখা নিশ্চিত করা। বেজ ঢালাই, গ্রেড বিম, কলাম ও প্যাটেন স্টোন ঢালাইয়ের সময় সিমেন্ট, বালু ও পাথরের মিশ্রনের অনুপাত ১:২:৪ নিশ্চিত করা। ৬) ৭) ঢালাইয়ে পরিমাণমত অ্যাড-মিক্সার ব্যবহার এবং ভাইব্রেটর ব্যবহারপূর্বক ঢালাইযের সঠিক থিকনেস/উচ্চতা নিশ্চিত করা। ৮) ইটের গাঁথুনি ও প্রাস্টারের সময় প্রাক্কলন মোতাবেক সিমেন্ট-বালুর মর্টার তৈরি নিশ্চিত করা। একবারে বেশি পরিমাণে তৈরি না করে সর্বোচ্চ ৩০-৪৫ মিনিট ব্যবহার করা যায় সেই পরিমাণ মোতাবেক সিমেন্ট-বালুর মর্টার তৈরি নিশ্চিত করা। ৯) প্রাক্কলন মোতাবেক কিউরিং নিশ্চিত করা। ১০) রড বাইন্ডিং এর সময় রডের আকার, পরিমাণ, একটি রড থেকে আর একটি রডের দূরত্ব, রিং ও টি নিশ্চিত করা। ১১ ) বৈদ্যুতিক ওয়ারিং এর সময় সঠিক মানের তার, সুইচ, গ্যাং সুইচ, বোর্ড, বাল্ব, ফ্যান এবং সার্কিট ব্রেকারের মান ও সংখ্যা নিশ্চিত করা। ১২) প্রাক্কলন মোতাবেক ভবনের বাইরের দেয়ালে ওয়েদার কোট এবং ভেতরে প্লাস্টিক পেইন্ট ব্যবহার নিশ্চিত করা। প্রথমে প্রাইম কোট ও পরে উপর-নিচ এবং পাশাপাশি দুই কোট রং করণ নিশ্চিত করা। রং করনের পূর্বে শিরিষ কাগজ দিয়ে প্লাস্টার ঠিকমতো ঘষা এবং সিলার ও লাইন পাট্টি ব্যবহার নিশ্চিত করা। ১৩) প্রাক্কলনে উল্লেখিত স্পেসিফিকেশন মোতাবেক হাই/লো বেঞ্চ, চেয়ার, টেবিল, আলমিরা ও ফাইল কেবিনেট বুঝে নেয়া। ১৪) ওয়াশ ব্লকে আর্সেনিক ও আয়রনমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করা। প্রাক্কলন মোতাবেক ওয়াশ ব্লকের ফিটিংসমূহ: যেমন হাই কমোড, লো কমোড, বেসিন, ট্যাপ, টিস্যু পেপার হোল্ডার, সাবানদানি, ফ্ল্যাশ, হ্যান্ড ফ্ল্যাশ, পানির ট্যাংক, সাবমার্সিবল পাম্প, পাইপ নিশ্চিত করা।
১৫) নির্মাণ কাজ সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য উপজেলা প্রকৌশলী এবং সহকারী উপজেলা প্রকৌশলীকে লিখিত/মৌখিকভাবে অবহিত করা। ১৬) "প্রাথমিক বিদ্যালযের নির্মাণ কাজ মনিটরিং নির্দেশিকা ২০১৭" যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা। ২। এমতাবস্থায়, তাঁর বিভাগের অধীন সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক নির্মাণের গুণগত মান নিশ্চিতকল্পে করণীয় বিষয়সমূহ অবহিতকরণসহ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোহাম্মদ আতিকুর রহমান
অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি৪)
(অতিরিক্ত সচিব)
No comments
Your opinion here...