প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ব্যবহারের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা।
প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি
ঢাকা, ১০ মার্চ ২০২৫
প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো, কোচিং বা অন্যান্য ব্যক্তিগত কার্যক্রমে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (১০ মার্চ) অধিদপ্তরের সেকশন-২, মিরপুর কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় এ বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
অধিদপ্তরের স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০০২.২০২৫-৩৯৯ অনুযায়ী বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শেষ হওয়ার পর কিংবা ছুটির দিনে শ্রেণিকক্ষ প্রাইভেট পড়ানো ও কোচিংসহ নানা কাজে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমকে অনভিপ্রেত উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, কোনোভাবেই বিদ্যালয়ের কক্ষ এসব কাজে ব্যবহার করা যাবে না।
এ বিষয়ে নির্দেশনায় আরও বলা হয়, বিদ্যালয়ের কক্ষ অন্য কাজে ব্যবহার করা হলে এর জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন। একইসঙ্গে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং তা যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ আদেশে স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মো: রাইহুল করিম।
👉 বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ সরকারি বিদ্যালয়ের সুষ্ঠু পাঠদান কার্যক্রম বজায় রাখতে এবং শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



No comments
Your opinion here...