ad

ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে

Views

 


বাংলাদেশ নির্বাচন কমিশন

 নির্বাচন কমিশন সচিবালয়

 নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা

www.ecs.gov.bd 

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ 

আগামী ২০ জানুয়ারি ২০২৫ তারিখ হতে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্যসংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। এসময় ভোটার তালিকা হতে বাদ দেয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের এ কার্যক্রম ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। 

ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে:

 * ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি 

* জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি 

* নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) 

* এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) 

* ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদের ফটোকপি) 

ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে: 

* নিজের নাম, পিতা-মাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে 

* জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে 

** স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে 

* কোন অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না 

মনে রাখবেন; একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় 

সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দেবো 

বাংলাদেশ নির্বাচন কমিশন





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.