ad

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা সংগ্রহ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।

Views

 


২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা সংগ্রহ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (০৮/০১/২০২৫)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৩০০.২৩.০০১.২৫.

০৭ তারিখ: ২৪ পৌষ ১৪৩০
০৮ জানুয়ারি ২০২৫

বিষয়: ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা সংগ্রহ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা প্রস্তুতের নিমিত্ত তথ্য ছক এতদসঙ্গে প্রেরণ করা হলো।

২। পাঠ্যপুস্তকের চাহিদা প্রেরণের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে:

২.১ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর আওতাধীন সকল উপজেলা/থানা হতে প্রাপ্ত পাঠ্যপুস্তকের চাহিদা সংক্রান্ত তথ্য যাচাই করবেন;

২.২ সকল উপজেলা/থানার তথ্য সমন্বিত করে জেলার তথ্য ছক আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা-এর কার্যালয়ে প্রেরণ করবেন;

২.৩ বিভাগীয় উপপরিচালকগণ তাঁর আওতাধীন জেলার তথ্য যাচাই করে সকল জেলার সমন্বিত তথ্য আগামী ০৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বই বিতরণ শাখায় ই-মেইল (dpebook111@gmail.com) সফটকপি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার সীল-স্বাক্ষরিত (প্রতি পাতায়) হার্ডকপি প্রেরণ নিশ্চিত করবেন;

২.৪ প্রেরিতব্য তথ্যের গ্রহণযোগ্যতার জন্য APSC ২০২৩, ২০২৪ এবং ২০২৫-এ প্রদত্ত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে:

২.৫ KG স্কুল, NGO স্কুল (যদি থাকে) এর শিক্ষার্থী সংখ্যা যাচাইপূর্বক চাহিদা প্রস্তুত করতে হবে;

২.৬ চাহিদা প্রস্তুতের ক্ষেত্রে IPMEIS-এ প্রদত্ত শিক্ষার্থীর তথ্যাদি বিবেচনায় নিতে হবে।

২.৭ উপজেলার চাহিদা প্রস্তুতের ক্ষেত্রে বিগত ০৩ (তিন) বছরের বরাদ্দ ও উদ্বৃত্ত পাঠ্যপুস্তকের সংখ্যা বিবেচনায় নিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের চাহিদা প্রস্তুত করতে হবে।

২.৮ অতিরিক্ত চাহিদা প্রদানের কারণে পাঠ্যপুস্তকের যেন অপচয় না হয় সে দিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

২.৯ বিভাগ/জেলা/উপজেলা/থানা থেকে চাহিদা প্রেরণের ক্ষেত্রে নিম্নোক্ত ছক যথাযথভাবে পূরণ করতে হবে:







 


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.