প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করা সংক্রান্ত বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা মহোদয়ের চিঠি।
প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করা সংক্রান্ত বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা মহোদয়ের চিঠি। (১৬/০১/২০২৫)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় উপপরিচালকের কার্যালয়
প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.dhakadiv.gov.bd
স্মারক নং: ৩৮.০১.৩০০০.০০০.২৫.০০২.২৩৭১
তারিখ: ০২ মাঘ ১৪৩১
১৬ জানুয়ারি ২০২৫
বিষয়: প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করা সংক্রান্ত।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৪/৪/২০২৪ তারিখের ৩৮.০০.০০০০.০০৮.৯৯.০২৫.১৮.১৩০ নং স্মারক।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রোক্ত স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণকে চাকুরিতে প্রবেশের অন্যূন ৪ (চার) বৎসরের মধ্যে "প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি)" সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। চাকুরি স্থায়ীকরণের আবশ্যিক শর্ত হিসেবে তাদেরকে এ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে (সিইনএড/ডিপিএড প্রশিক্ষণ গ্রহণকারী ব্যতীত)। চাকুরি স্থায়ীকরণ ব্যতীত একজন শিক্ষক তাঁর চাকুরি জীবনে কোন সুবিধাই প্রাপ্য হবেন না। এ বিষয়ে শিক্ষকদেরকে সচেতন করা একান্ত প্রয়োজন। অন্যথায় চাকুরি জীবনে তাঁরা বিভিন্ন জটিলতার সম্মুখিন হবেন।
এমতাবস্থায়, তাঁর জেলায় সিইনএড অথবা ডিপিএড প্রশিক্ষণগ্রহণকারী শিক্ষক ব্যতীত প্রশিক্ষণবিহীন শিক্ষকগণকে (৫০ বৎসর বয়সের কম) "প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি)" সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, বর্তমানে পিটিআইতে চলমান বিটিপিটি প্রশিক্ষণে তাঁর জেলার নির্ধারিত কোটা পূরণ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট পিটিআই সুপারের সাথে আলোচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্যও অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(মোহাম্মদ আলী রেজা)
বিভাগীয় উপপরিচালক
প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ
No comments
Your opinion here...