সিনিয়র-জুনিয়র বেতন বৈষম্য নিরসনের পৃষ্ঠাংকন।
সিনিয়র-জুনিয়র বেতন বৈষম্য নিরসনের পৃষ্ঠাংকন। (১৫.০১.২৫)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
www.cga.gov.bd
স্মারক নং- ০৭.০৩.০০০০.০০৯.৩৮.১৮২.২৪-২১২
তারিখঃ ১৫-০১-২০২৫খ্রিঃ।
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ১০/১২/২০২৪খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৬১.৩৮.০৩০.১২-২১৮ নং স্মারক এর মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ ও রেজিস্টার্ড জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের কনিষ্ঠ সহকারী শিক্ষকগণের মধ্যে বেতন বৈষম্য নিরসনের বিষয়ে সিদ্ধান্ত সংক্রান্ত পত্রটি আদিষ্ট হয়ে এতদসঙ্গে পৃষ্ঠাংকন করা হলো।
সংযুক্তিঃ ১....পাতা।
স্বাক্ষরিত
(মোস্তারী জাহান)
উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়,
অর্থ বিভাগ
বাস্তবায়ন-১ শাখা
www.mof.gov.bd
নং-০৭,০০,০০০০.১৬১.৩৮.০৩০.১২-২১৮
তারিখ: ২৫ অগ্রহায়ণ ১৪৩১
১০ ডিসেম্বর ২০২৪
বিষয়: সরাসরি নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ ও রেজিস্টার্ড জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের কনিষ্ঠ সহকারী শিক্ষকগণের মধ্যে বেতন বৈষম্য নিরসন।
সূত্র: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং- ০৭.০৩.০০০০.০০৯.৩৮.১৮২.২৪-১৬৪, তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৪
সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, জাতীয় বেতনস্কেল, ২০১৫ কার্যকরের (অর্থাৎ ০১/৭/২০১৫ তারিখের) পূর্বে বার্ষিক বেতনবৃদ্ধির তারিখের কারণে সমপদে একই গ্রেডেশন তালিকাভুক্ত জ্যেষ্ঠ ও কনিষ্ঠের মধ্যে বেতন বৈষম্য হয়ে থাকলে জাতীয় বেতনস্কেল, ২০০৯ এর ৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী জ্যেষ্ঠের বেতন বৃদ্ধির তারিখ কণিষ্ঠের বেতন বৃদ্ধির তারিখে আনয়নের মাধ্যমে তা নিষ্পত্তিযোগ্য।
স্বাক্ষরিত
(মোঃ মোশাররফ হোসেন)
সহকারী সচিব
No comments
Your opinion here...