টিউশন ফি নীতিমালা-২০২৪ বিষয়ে জারিকৃত পরিপত্র বাস্তবায়ন সংক্রান্ত মাউশি এর পত্র।
টিউশন ফি নীতিমালা-২০২৪ বিষয়ে জারিকৃত পরিপত্র বাস্তবায়ন সংক্রান্ত মাউশি এর পত্র। (২৪/১২/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
সস্মারক নং- ৩৭,০২,০০০০,১০৭,৩১.৩৩৩.২০২১ (অংশ-৩), ২২১৫
তারিখ: ২৩/১২/২০২৪ খ্রি.
বিষয়: টিউশন ফি নীতিমালা-২০২৪ বিষয়ে জারিকৃত পরিপত্র বাস্তবায়ন সংক্রান্ত।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭,০০,০০০০,০৭২.২২.০০৩.২৩.২২৪; তারিখ: ২৭ অক্টোবর ২০২৪
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর স্মারক নং- ৩৭,০০,০০০০,০৭২.২২.০০৩.২৩.২২৪; তারিখ: ২৭ অক্টোবর ২০২৪ মোতাবেক জারিকৃত 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা-২০২৪" মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সঠিক বাস্তবায়ন এবং এতদবিষয়ে যথাযথ মনিটরিং করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত টিউশন ফি নির্ধারণ কমিটি যে সকল এলাকায় টিউশন ফি নির্ধারণ করতে পারেনি সে সকল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না।
বিষয়টি অতীব জরুরী।
স্বাক্ষরিত/-
প্রফেসর এ বি এম রেজাউল করীম।
No comments
Your opinion here...