ad

শিক্ষার্থীর ডাটা নতুন এন্ট্রি এবং ট্রান্সফার সংক্রান্ত নোটিশ।

Views

 


শিক্ষার্থীর ডাটা নতুন এন্ট্রি এবং ট্রান্সফার সংক্রান্ত নোটিশ। (২৬/১২/২০২৪)

নতুন এন্ট্রি ও ট্রান্সফারকরণ-গ্রহণ অপশন উন্মুক্তকরণ সংক্রান্ত নোটিশ

২০২৪ শিক্ষাবর্ষের পেন্ডিং শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করার জন্য মাঠ পর্যায়ে নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি অপশন চালু করা হয়েছে।

ট্রান্সফার অপশনের মাধ্যমে যেসকল ডাটা বর্তমানে ট্রান্সফার করা যাবে না-

• জুলাই-ডিসেম্বর/২০২৪ সময়ে-

• চাহিদা প্রদানকৃত (প্রাপ্যতা নাই।০ চাহিদা হলেও)

• নিষ্ক্রিয় ডাটা

• উপরের দুইটি অপশনের ডাটা ব্যতীত বাকী ডাটা ট্রান্সফার করা যাবে।

• চাহিদা প্রদান ও অনুমোদন করা হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ফেরত নিয়ে ট্রান্সফার করা যাবে।

• নতুন এন্ট্রি ও ট্রান্সফার গ্রহণের ক্ষেত্রে বর্তমানে অভিভাবকের স্ব স্ব এনআইডি দিয়ে মোবাইল সিম ও নগদ একাউন্ট রেজিস্ট্রেশনকৃত হতে হবে। অন্যথায় নতুন এন্ট্রি ও ট্রান্সফার গ্রহণ করা যাবে না।

• নতুন এন্ট্রি ও ট্রান্সফার গ্রহণ করার পরে ডাটা ইউইও/টিইও কর্তৃক অনুমোদিত হতে হবে। অন্যথায় চাহিদা অপশনে ডাটা প্রদর্শিত হবে না।

উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ২৬/১২/২০২৪খ্রি.



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.