ad

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা-২০২৪

Views

 


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা-২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 শিক্ষা মন্ত্রণালয়

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

 বেসরকারি মাধ্যমিক-১ শাখা

 বাংলাদেশ সচিবালয়, ঢাকা 

www.shed.gov.bd 

স্মারক নম্বর: ৩৭,০০,০০০০,০৭২,২২,০০৩.২৩,২২৪ 

তারিখ: ১১ কার্তিক ১৪৩১ ২৭ অক্টোবর ২০২৪ 

 'পরিপত্র' বিষয়: 

"বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা- ২০২৪"। 

১। নীতিমালার শিরোনাম: 

১.১ এই নীতিমালা "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা- ২০২৪" নামে অভিহিত হবে।

১.২ নীতিমালা জারির তারিখ হতে ইহা কার্যকর হবে।  

২। নীতিমালার প্রয়োগ: 

২.১ এই নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সকল এম.পি.ও.ভুক্ত ও নন-এম.পি.ও. শিক্ষা প্রতিষ্ঠান (যথা: স্কুল, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক স্তর)-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

২.২ অনুচ্ছেদ ২.৫ এ উল্লিখিত কমিটি কর্তৃক মাসিক বেতন/টিউশন ফি নির্ধারিত হবে।

২.৩ শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান, ধরন, অভিভাবকগনের সামাজিক ও আর্থিক অবস্থা বিবেচনায় রেখে মাসিক বেতন/টিউশন ফি এর পরিমাণ নির্ধারিত হবে।

২.৪ মাসিক বেতন/টিউশন ফি ব্যতিত অন্যান্য খাতে নীতিমালার তফসিল (ক/খ/গ/খ) অনুসরণ করতে হবে।

২.৫ সিটি কর্পোরেশন এলাকা মহানগর এলাকা হিসেবে বিবেচিত হবে এবং মহানগর কমিটি মহানগর এলাকার জন্য টিউশন ফি নির্ধারণ করবে। অন্যান্য এলাকা (যথা-জেলা সদর, পৌর এলাকা, উপজেলা) জেলা কমিটির আওতাভুক্ত এলাকা ২.৬ টিউশন ফি নির্ধারণে মহানগর এলাকার জন্য:-






সম্পুর্ণ পিডিএফ ডাউনলোড

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.