পিইডিপি-৪ এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে Need based playing accessories স্থাপনের জন্য তালিকা প্রেরণ সংক্রান্ত প্রাগম এর পত্র।
পিইডিপি-৪ এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে Need based playing accessories স্থাপনের জন্য তালিকা প্রেরণ সংক্রান্ত প্রাগম এর পত্র।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৭০০.১৪.০১৬.১৮.৩৮
তারিখ: ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
বিষয়: ২০২৪-২৫ অর্থবছরে পিইডিপি৪ এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে Need based playing accessories স্থাপনের জন্য তালিকা সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা তৈয়ন কর্মসূচি (পিইডিপির) এর আওতায় ২০২৪-১৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে Nood based playing accessorios স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উক্ত কার্যক্রমের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অগ্রাধিকারভিত্তিক তালিকা প্রয়োজন। এমতাবস্থায়, নিম্নোক্ত শর্ত মোতাবেক Need based playing accessories স্বাদনের লক্ষ্যে সংযুক্ত হকে (Excel worksheet-এ) তালিকা প্রেরণ করতে হবে।
শর্তাবলীঃ
ক. পিইডিপিও এর আওতায় ইতোমধ্যে যেসকল বিদ্যালয় Need based playing accessories স্থাপনের জন্য বরাদ্দ পেয়েছে সে সরুদ বিদ্যালয় বাদ দিয়ে তালিকা প্রণয়ন করতে হবে; .
খ. Need based playing accessories জন নির্বাচিত বিদ্যালয়ে সীমানা প্রাচীর এবং খেলার মাঠ অবশ্যই থাকতে হবে। যে সকল বিদ্যালয়ে পিচডিপি-ও এর আওতায় সীমানা প্রাচীর নির্মারের জন্য তালিকা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং নির্মাণ কাজ শুরু হয়েছে, সে সকল বিদ্যালয়কেও এ প্রাসিকায় অন্তর্ভুক্ত করা যাবে।
গ. বিদ্যালয়ের জমির পরিমান কমপক্ষে ৩৩ শতাংশ হতে হবে এবং হারহাতীর সংখ্যা কমপক্ষে ১৫০ জন হতে হবে। এ উপকরণ স্থাপনের লক্ষ্যে খেলার জন্য মাঠের আকার প্রয়োজনের থেকে সংকুচিত করা যাবেনা।
ঘ. Roee Need based playing accessories এর ময়ে প্রয়োজনীয় সংখ্যক (প্রতিটি বিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থ ১,৫০ লক্ষ টাকা বিবেচনায় রেগে) Playing accessories স্থাপন করা যাবে (১) Sleeper (২) Swing (৩) Sea-saw (8) Hanging rings (t)) Balancing. (+) Ladder (9) Jig-jag
ঙ. প্রয়োজনীয়তার ক্রমানুসারে উপজেলাভিত্তিক বিল্যাদয়ের তালিকা প্রণামে করতে হবে। অর্থাৎ ১ নম্বরে সবচেয়ে বেশী প্রয়োজন ক্রমান্বয়ে কম প্রমে মর্মে কলিকা প্রস্তুত করতে হবে।
চ. উপজেলা শিক্ষা অফিস থেকে সংযুক্ত হলে (Excel worksheet-G) বিদ্যালয়ের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগামী ০৪ অক্টোবর ২০১৪ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস একট (Excel worksheet-G) উপজেলার তালিকা সমন্বয় করে আগামী ১৬ অক্টোবর ২০১৪ তারিখের মধ্যে বিভাগীয় অফিসে এবং বিভাগীয় উপপরিচালকের কার্যালয় জেলা থেকে প্রাপ্ত তালিকা সমন্বয় করে অপম ১০ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ নিশ্চিত করতে হবে।
২। বর্ণিতাবস্থায়, উপরোল্লিখিত শর্তীকারী অনুসরণপূর্বক আগম ১০ অক্টোবর ২০২৪ তারিখের মতো তাঁর বিভাগের সকল জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের Need based playing accessories স্বাদনের লক্ষ্যে সংযুক্ত হকে (Excel worksheet-৫) তালিকা প্রেরণের করার জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি: বিবো সংযুক্তি: Need based playing accessories (PEDPA) ২০২৪-২0 Chack,
স্বাক্ষরিত
মোঃ মিজানুল হক
পরিচালক
No comments
Your opinion here...