দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর ২০২৪ সাধারণ ছুটি ঘোষণা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।
Views
দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর ২০২৪ সাধারণ ছুটি ঘোষণা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। (০৮/১০/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
বিধি-৪ শাখা
www.mopa.gov.bd
প্রজ্ঞাপন
নম্বর-০৫,০০,০০০০,১৭৩.০৮.০০৬.২৩-১৬৩
তারিখ: ২৩ আশ্বিন ১৪৩১ ০৮ অক্টোবর ২০২৪
Allocation of Business Among The Different Ministries and Divisions (Schedule I of the Rules of Business, 1996) (Revised up to April 2017) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষ্যে ১০ অক্টোবর ২০২৪ তারিখ বৃহস্পতিবার নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করিল। সাধারণ ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকিবে।
২। (ক) জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকিবে।
(খ) হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকিবে।
(গ) চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই জুটির আওতা বহির্ভূত থাকিবে।
(ঘ) জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকিবে।
৩। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিবে।
৪। আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
স্বাক্ষরিত
(মোঃ কামরুজ্জামান)
উপসচিব
No comments
Your opinion here...