ad

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "Establishing Digital Connectivity" শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।

Views

 


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "Establishing Digital Connectivity" শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (০৭/১০/২০২৪)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিষয়ক নির্দেশনা।
০৭/১০/২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নংঃ ৩৮ ০১.০০০০,২০০,১০.০০২.২৪- ৭৪০

তারিখ: ২২ আশ্বিন ১৪৩১
০৭ অক্টোবর, ২০২৪

বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "Establishing Digital Connectivity" শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান প্রসঙ্গে।

উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "Establishing Digital Connectivity (EDC)" শীর্ষক প্রকল্পের আওতায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে। প্রকল্প কর্তৃক নির্বাচিত ৩৬টি ISP (Internet Service Provider) প্রতিষ্ঠানকে সমগ্র বাংলাদেশে অপটিক্যাল ফাইবার ব্রডব্যন্ড ইন্টারনেট সংযোগ কাজের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। প্রকল্প কর্তৃক নির্বাচিত ৩৬টি ISP ইতোমধ্যে সারা দেশে সংযোগ প্রদান শুরু করেছে। ইন্টারনেট সংযোগ প্রদানের ফলে মাঠ পর্যায়ে সরকারি কার্যক্রম ব্যবস্থাপনার কর্মদক্ষতা বাড়িয়ে আইসিটির দ্রুতগতি ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা যাবে। উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ এর মাসিক বিল, সার্ভিস ও অন্যান্য বিষয়ে EDC প্রকল্প অফিসের সহিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি MoU (Memorandum of Understand) স্বাক্ষরের উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।

২। এমতাবস্থায়, অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদানে EDC প্রকল্প অফিস কর্তৃক নির্বাচিত ৩৬টি ISP কে সার্বিক সহযোগিতা এবং বিদ্যালয়সমূহকে ওয়াই-ফাই রাউটারসহ ব্রডব্যান্ড সংযোগ গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।


সংযুক্তি: EDC প্রকল্প অফিস কর্তৃক নির্বাচিত ৩৬টি ISP এর তালিকা।

স্বাক্ষরিত

(মহিউদ্দিন আহমেদ তালুকদার)

পরিচালক (আইএমডি)







No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.