গুনী শিক্ষক বাছাই এর নীতিমালা।
গুনী শিক্ষক বাছাই এর নীতিমালা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২২৯
www.dpe.gov.bd
বিষয়ঃ বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন সংক্রান্ত সভার কার্যবিবরণী।
সভাপতি ঃ ড. মো: আব্দুল হাকিম, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সভার তারিখ ও সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৪, বেলা ১১.৩০ ঘটিকা
সভার স্থানঃ মহাপরিচালকের সভা কক্ষ।
উপস্থিতিঃ পরিশিষ্ট ক
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভাপতির অনুমতিক্রমে পরিচালক, পলিসি এন্ড অপারেশন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সেবা শাখা এর স্মারক নম্বর: ৩৭,০০,০০০০,০৬২,০৪.০০১,২৩-৩২৬, তারিখ। ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সারকমূলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪ এবং বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে গুণী শিক্ষকের প্যানেল প্রস্তুত সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, দেবা শাখা এর স্মারক ৩৭,০০,০০০০,০৬২,০৪.০০১.২৩-৩৫৮, তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. স্মারকের পত্র সভায় উপস্থাপন করেন।
২। আলোচনাঃ সভায় পরিচালক, পলিসি এন্ড অপারেশন বলেন, জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁদের সম্মাননা প্রদানের মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে ০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করার নিমিয় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪ প্রণয়ন করা হয়। উক্ত নীতিমালার আলোকে প্রাথমিক স্বরে গুণী শিক্ষক বাছাইয়ের নিমিত্ত (ক) উপজেলা/ থানা, জেলা ও বিভাগ পর্যায়ে সময়সূচি নির্ধারণ; (খ) সার্চ কমিটিতে মহাপরিচালক কর্তৃক ২ (দুই) জন শিক্ষক/শিক্ষিকা মনোনয়ন, সদস্য কো-অপ্ট এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিবের নিচে নয়) মনোনয়ের জন্য সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ বিষয়ে আলোচনা হয়।
সভায় অতিরিক্ত মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেন যে, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের নিকট আদর্শ শিক্ষক হিসেবে সুখ্যাতি ও পরিচিতি আছে এরকম প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক বাছাইয়ের সার্চ কমিটিকে আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে গুণী শিক্ষক নিবাচন কার্যক্রম সম্পন্ন করতে হবে বিধায় সময় স্বল্পতার কারণে উপজেলা। খানা, জেলা ও বিভাগ পর্যায়ে ০১ (এক) দিন করে সময় দেয়া যেতে পারে।
৩। সিদ্ধান্ত: সভায় বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:
ক) গুণী শিক্ষক বাছাইয়ের নির্ধারিত সময়সূচি নিম্নরূপ।
উপজেলা/ থানা পর্যায়ঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ
জেলা পর্যায়ঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ
বিভাগ পর্যায় : ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ
খ) উপজেলা পর্যায়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমন্বয়ে নির্ধারিত সময়ের মধ্যে ০১ (এক) জন গুণী শিক্ষকের নাম মনোনয়ন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন।
গ) জেলা পর্যায়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সংশ্লিষ্ট সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ (উন্নয়ণ ও রাজস্ব) এর সাথে সমন্বয়ে নির্ধারিত সময়ের মধ্যে ০১ (এক) জন গুণী শিক্ষকের নাম মনোনয়ন করে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে প্রেরণ করবেন।
ঘ) বিভাগীয় উপপরিচালক সংশ্লিষ্ট বিভাগের সহকারী পরিচালক এবং শিক্ষা অফিসারগণের সমন্বয়ে মনোনয়ন করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে ০২ (দুই) জন করে এবং সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ থেকে ০১ (এক) জন করে গুণী শিক্ষকের নাম ও পূরণকৃত ছক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে হার্ডকপি ও Microsoft Word এর সফটকপি (ইউনিকোডে টাইপকৃত্য dpeadbidda@gmail.com ই-মেইলে প্রেরণ করবেন।
ঙ) প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক বায়াইয়ের সার্চ কমিটিতে ২ (দুই) জন শিক্ষক/শিক্ষিকা মনোনয়নের জন্য উপযুক্ত ০৪ (চার) জন শিক্ষকের প্যানেল তৈরীক্রমে মহাপরিচালক এর নিকট উপস্থাপন করতে হবে।
চ) সার্চ কমিটিতে পরিচালক, প্রশিক্ষণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে কো-অপ্ট সদস্য করা হল।
ছ) প্রাথমিক স্তরে গুণী শিক্ষক বাছাইয়ের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিবের নিচে নয়) মনোনয়নের জন্য সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ করতে হবে।
জ) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪ এর আলোকে মাঠ পর্যায়ে আগামী ০৫ অক্টোবর ২০২৪ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করার পত্র প্রদান করতে হবে।
৪। সভায় আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
স্বাক্ষরিত
(ড. মো: আব্দুল হাকিম)
মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
No comments
Your opinion here...