প্রতি মাসের বেতন-ভাতাদি পরবর্তী মাসের প্রথম কর্মদিবসে পরিশোধের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের চিঠি।
প্রতি মাসের বেতন-ভাতাদি পরবর্তী মাসের প্রথম কর্মদিবসে পরিশোধের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের চিঠি। (১৮.০৯.২৪)।
প্রতি মাসের বেতন-ভাতাদি পরবর্তী মাসের প্রথম কর্মদিবসে পরিশোধের নিমিত্ত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাসিক বেতন-ভাতাদির বিলসমূহ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে প্রেরণ না করে D.D.O. কর্তৃক সরাসরি পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ
প্রশাসন-২ অধিশাখা
www.mof.gov.bd
নম্বর-০৭,০০,০০০০,০১-২,৯৯,০০৩,২১.৩৯৯
তারিখ: ৩রা আশ্বিন ১৪৩১ ১৬৮ সেপ্টেম্বর ২০২৪
অফিস আদেশ
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতি মাসের মাসিক বেতন-ভাতাদি পরবর্তী মাসের প্রথম কর্মদিবসে পরিশোধের বিধিগত বাধ্যবাধকতা রয়েছে এবং জেনারেল ফিন্যান্সিয়াল বুলস (জি.এফ.আর)। ১৪ অনুযায়ী "অবিসম্বাদিতভাবে সরকার কর্তৃক যে অর্থ প্রদেয় তাহা পরিশোধে বিলম্ব সকল বিধি এবং বাজেট নীতির পরিপন্থি এবং তাহা পরিহার করা সমীচীন।
" ০২। বর্ণিত প্রেক্ষাপটে, বাংলাদেশ ট্রেজারি বুলস-এর টি.আর-১৩ এর বিধান মোতাবেক হিসাব মহানিয়ন্ত্রক-এর সাথে পরামর্শক্রমে মাননীয় উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুধুমাত্র বেতন-ভাতাদির বিলসমূহ ডি.ডি.ও কর্তৃক সরাসরি পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন।
০৩। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোহাম্মদ ইকতিদার আলম
উপ সচিব
No comments
Your opinion here...