ad

পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) প্রশিক্ষণ কোর্স অব্যাহত রাখা সংক্রান্ত নেপ এর নির্দেশনা।

Views



পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) প্রশিক্ষণ কোর্স অব্যাহত রাখা সংক্রান্ত নেপ এর নির্দেশনা। (১৭/০৯/২০২৪)

 জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) 

ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড 

ময়মনসিংহ। 

www.nape.gov.bd 

স্মারক নং- ৩৮.৪১৮,০০,০০,১১৪.২০১০.১৩৩ 

তারিখ: ০২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ 

১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ 

বিষয়: পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) প্রশিক্ষণ কোর্স অব্যাহত রাখা সংক্রান্ত।

সংক্রান্ত। সূত্র: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, হবিগঞ্জ এর স্মারক নং-জেপ্রাশিঅ/ববি/১৬১১, তারিখ: ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.। 

উপর্যুক্ত বিষয়ে সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চলমান পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-নিটিপিটি) প্রশিক্ষণ কোর্সের জানুয়ারি-অক্টোবর, ২০২৫ সেশনে প্রশিক্ষণরত শিক্ষকগণের কয়েকজন বিসিএস নন-ক্যাডার হিসেবে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন। পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) কোর্স যেহেতু প্রধান শিক্ষকদের জন্য আবশ্যক তাই উক্ত শিক্ষকগণ প্রধান শিক্ষক পদে যোগদান করার পর পিটিআইতে চলমান বিটিপিটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করবেন। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ এবং পিটিআই সুপারিনটেনডেন্টবৃন্দকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। 


স্বাক্ষরিত

 (ফরিদ আহমদ) 

মহাপরিচালক 

চেয়ারম্যান ডিপিএড বোর্ড 




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.