ad

নগদ একাউন্ট এর পিন রিসেট/পরিবর্তন করার উপায়।

Views

 


নগদ একাউন্ট এর পিন রিসেট/পরিবর্তন করার উপায়।

নগদ একাউন্ট এর পিন রিসেট/পরিবর্তন সংক্রান্ত সার্বিক নির্দেশনা

 নগদ একাউন্টের পিন নম্বর পরিবর্তন করার উপায়: 

১. নগদ একাউন্টের পিন নম্বর পরিবর্তন করতে *১৬৭# ডায়াল করে নগদ মেন্যুতে প্রবেশ করুন,

 ২. পিন রিসেট অপশন এর জন্য ৮ সিলেক্ট করুন তারপরে ২ সিলেক্ট করুন, 

৩. বর্তমান পিন নম্বরটি দিন, 

৪. তারপর নতুন যে পিন নম্বর সেট করতে চান সেটা লিখুন, 

৫. আরও একবার নতুন পিন নম্বরটি লিখে পিন নম্বর পরিবর্তন নিশ্চিত করুন। 

সতর্কবাণী: 

১) নগদ/অফিসিয়াল কোনো ব্যক্তি কখনোই গ্রাহকের কাছে ওটিপি বা পিন সম্পর্কে জানতে চাইবে না। ২) টেলিফোনে কাউকে এইসব গোপনীয় তথ্য (ওটিপি বা পিন) দিবেন না। 

৩) আপনার পরিবার অথবা কাছের কারো সাথে ওটিপি বা পিন শেয়ার করবেন না। 

৪) পিন নম্বরটি কখনো যেন ক্রমজনিত/সহজবোধ্য/ঐতিহাসিক সাল/সংখ্যা (১২৩৪/১১১১/৬৭৮৯/১৯৭১/১৯৫২ ইত্যাদি) না হয়। 


নগদ একাউন্ট এর পিন রিসেট সংক্রান্ত সার্বিক নির্দেশনা 

কখনো নগদ একাউন্টের পিন নম্বর ভুলে গিয়ে থাকলে *১৬৭# ডায়াল করে পিন রিসেট করার ধাপ নিম্নরূপ: 

১. *১৬৭# ডায়াল করে করুন, 

২. পিন রিসেট এর জন্য ৮ (রেস্ট্রিক্টেড প্রোফাইল এর জন্য ২) সিলেক্ট করুন এবং পরবর্তীতে ১ সিলেক্ট করুন, 

৩. যে এনআইডি নম্বর দিয়ে নগদ একাউন্ট খোলা আছে সেই এনআইডি নম্বরটি দিন, 

৪. এরপর নগদ একাউন্টে দেওয়া এনআইডি'র জন্ম সালটি দিন, 

৫. গত ৯০ দিনের মধ্যে আপনার একাউন্ট থেকে কোনো লেনদেন করে থাকলে "হাঁ" সিলেক্ট করুন, কোনো লেনদেন না করে থাকলে "না" সিলেক্ট করুন (লেনদেন যাচাইকরণের উদ্দেশ্যে, পূর্ববর্তী ৯০ দিনের লেনদেনের ইতিহাস পর্যবেক্ষণ করা হবে), 

৬. লেনদেন করে থাকলে, কি ধরনের লেনদেন করেছিলেন সেটা সিলেক্ট করুন এবং লেনদেনের পরিমাণ লিখুন, 

৭. আপনার দেওয়া সকল তথ্য ঠিক থাকলে, আপনার যে নম্বরে নগদ একাউন্ট আছে সেই নম্বরে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন 

৮. তারপর *১৬৭# আবার ডায়াল করে "নিউ পিন” এর জায়গায় ৪ সংখ্যার একটি নতুন পিন নম্বর আপনি নিজে সেট করবেন, 

৯. “কনফার্ম পিন” এর জায়গায় পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন, তাহলে পিন রিসেট সম্পন্ন হবে।





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.