ad

ইন্টার্ণশীপ বিদ্যালয়ের তালিকা প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।

Views

 


ইন্টার্ণশীপ বিদ্যালয়ের তালিকা প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (২৪/০৯/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 প্রশিক্ষণ বিভাগ

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd 

স্মারক নম্বর: ৩৮,০১,০০০০,৬০০,২৫,০০৬,২৩,৫৮২ (৬৪) 

বিষয়: ইন্টার্নশিপ বিদ্যালয়ের তালিকা প্রেরণ। 

তারিখ: ০৯ আশ্বিন ১৪৩১ 

২৪ সেপ্টেম্বর ২০২৪ 

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জুলাই ২০২৪ হতে চলমান পরিমার্জিত ডিপিএড (বিটিপিট) প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীগণ জানুয়ারি ২০২৫ মাসে ইন্টাগশিপ বিদ্যালয়ের গমন করবেন। পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণকে উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টর (উপজেলা/থানা রিসোর্স সেন্টার) এবং প্রধান ইন্টার্নশিপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ মনিটরিং, মেন্টরিং ও মূল্যায়ন করবেন। 

০২ বর্ণিত বিষয়ে প্রশিক্ষনার্থীগণকে মূল্যায়নের লক্ষ্যে ইন্টার্নশিপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে প্রশিক্ষণ প্রদানের নির্দেশনা রয়েছে। এক্ষেত্রে ইন্টার্নশিপ বিদ্যালয় নির্বাচনে নিম্নরূণ বিষয় বিবেচনাযোগ্য। 

ক) সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর আওতাধীন প্রশিক্ষণার্থী শিক্ষকগণকে ইন্টার্নশিপ বিদ্যালয়ে প্রেরণের উদ্দেশো প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট সুপারিনটেনডেন্ট এর সাথে আলোচনাক্রমে ইন্টার্নশিপ বিদ্যালয়ের তালিকা প্রস্তুত করবেন। 

খ) নিজ উপজেলার কম শিক্ষকবিশিষ্ট বিদ্যালয়কে অগ্রাধিকার দিতে হবে; 

গ) একটি  ইন্টার্নশিপ বিদ্যালয়ের জন্য ০২ (দুই) জন প্রশিক্ষণার্থী বিবেচনা করে তালিকা প্রস্তুত করতে হবে। জুলাই ২০২৪ থেকে চলমান বিটিপিটি প্রশিক্ষণে নেপ হতে প্রাপ্ত ভর্তির তথ্য এতদসঙ্গে প্রেরণ করা হলো। 

০৩। এমতাবস্থায়, ইন্টার্নশিপ বিদ্যালয়ের জন্য নিম্নবর্ণিত ত্বকে প্রধান শিক্ষকগণের তথা আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে dirtraindpe@gmail.com, smmortazadpe@gmail.com ই-মেইলে সফটকপি ও স্বাক্ষরিত পিডিএফ কপি প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, তথ্য পূরণের ক্ষেত্রে অবশ্যই ছক অপরিবর্তিত রেখে ইউনিকোড (Nikosh) ব্যবহার করতে হবে।





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.