১জন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ১জন সহকারী শিক্ষককে অন্তর্ভুক্ত করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি গঠন সংক্রান্ত জারীকৃত সংশোধিত প্রজ্ঞাপন। (একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত)
১জন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ১জন সহকারী শিক্ষককে অন্তর্ভুক্ত করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি গঠন সংক্রান্ত জারীকৃত সংশোধিত প্রজ্ঞাপন। (একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত) (১০.০৯.২৪)।
একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
স্মারক নং- ৩৮.০০৮,০৩৫,০০,০০,০০৭,২০১২-৪৫৬
প্রজ্ঞাপন
তারিখ: ২৬ ভাদ্র ১৪৩১ ১০ সেপ্টেম্বর ২০২৪
আদিষ্ট হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১২/০৩/২০১৪ খ্রি: তারিখের ৩৮,০০৮,০৩৫,০০,০০,০০৭,২০১২-১১৯ সংখ্যাক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি এতদ্বারা বাতিলপূর্বক নিম্নরূপ এডহক কমিটি গঠন করা হলো:
ক) সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ---আহবায়ক
খ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা--- সদস্য
গ) উপজেলা সমাজসেবা কর্মকর্তা--- সদস্য
ঘ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার--- সদস্য
ঙ) ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার---সদস্য
চ) উপজেলা প্রকৌশলী ---সদস্য
ছ) উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ০১ জন (কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত। ---সদসা
জ) নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ০২ জন - সদসা (০১ জন পুরুষ ও ০১ জন নারী; কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত) ---সদস্য
ঝ) নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ০১ জন - সদসা (কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত) ---সদস্য
ঞ) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার •--- সদস্য সচিব
২। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এডহক কমিটি বলবৎ থাকবে।
৩. এ মন্ত্রণালয়ের ১২/০৩/২০১৪ তারিখের ৩৮.০০৮.০৩৫.০০,০০,০০৭,২০১২-১১৯ নং স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির দায়িত্ব ও কার্যাবলী অনুযায়ী উপরোক্ত কমিটি দায়িত্ব পালন করবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
স্বাক্ষরিত
আক্তারুন্নাহার
উপসচিব
No comments
Your opinion here...