ad

সি-ইন-এড/ডিপিএড/বিটিপিটি প্রশিক্ষণবিহীন শিক্ষকগণের সঠিক তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।

Views

 


সি-ইন-এড/ডিপিএড/বিটিপিটি প্রশিক্ষণবিহীন শিক্ষকগণের সঠিক তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (১১.০৯.২৪)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রশিক্ষণ বিভাগ

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮,০১,০০০০,৬০০.২৫.০০৫.২১.৫৬৮

বিষয়: সি-ইন-এড/ডিপিএড/বিটিপিটি প্রশিক্ষণবিহীন শিক্ষকগণের সঠিক তথ্য প্রেরণ।

সুত্রঃ ৩৮.০১,০০০০,৬০০.২৫.০০৫.২১.৫৩৫; তারিখ: ২০ আগস্ট ২০২৪।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জানুয়ারি ২০২৫ অক্টোবর ২০২৫ সেশনে পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তির নিমিত্ত পিটিআইসমূহে ভর্তির লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য সি-ইন-এড/ডিপিএড/ বিটিপিটি প্রশিক্ষণবিহীন শিক্ষকগণের তথ্য সংগ্রহের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পত্র প্রেরণ করা হয়। সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় হতে প্রাপ্ত তথ্য যাচাইয়ান্তে প্রতীয়মান হয় যে, বিটিপিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সংখ্যাসহ প্রশিক্ষণরত এবং প্রশিক্ষণবিহীন শিক্ষক সংখ্যার তথ্য যথাযথ নয়। এ বিষয়ে মাঠপর্যায় হতে প্রাপ্ত ৬৪টি জেলার সংকলিত তথ্য এতদসঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)।

০২। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় জুলাই ২০২৩ হতে ১৫টি পাইলটিং পিটিআই (জয়দেবপুর পিটিআই গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, রাজশাহী, জয়পুরহাট, খুলনা, যশোর, ভোলা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর) এর বিটিপিটি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছিল, যা ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। সমাপ্ত এই কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীগণই বিটিপিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং এই ১৫টি পাইলটিং পিটিআই সংশ্লিষ্ট জেলা ব্যতীত অন্য কোন জেলায় বিটিপিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই।

০৩। বর্তমানে দেশের ৬৭টি পিটিআইতে ২টি সেশনে বিটিপিটি প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। (ক) জানুয়ারি অক্টোবর ২০২৪ সেশন এবং (খ) জুলাই ২০২৪ এপ্রিল ২০২৫ সেশনে। উক্ত ২টি সেশনে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ বিটিপিটি প্রশিক্ষণরত শিক্ষক হিসেবে বিবেচিত হবেন।

০৪। এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সাথে আলোচনাক্রমে প্রেরিতব্য তথ্য যাচাই করে বিটিপিটিসহ, ডিপিএড এবং সি-ইন-এড প্রশিক্ষণপ্রাপ্ত, প্রশিক্ষণরত এবং প্রশিক্ষণবিহীন প্রশিক্ষণার্থীর সঠিক তথ্য প্রেরণের নিমিত্ত ছকটি পুনরায় প্রেরণ করা হলো। নিম্নোক্ত ছকে সফটকপি ও স্বাক্ষরিত পিডিএফ কপি আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে dirtraindpe@gmail.com এবং smmortazadpe@gmail.com ই-মেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।







No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.