০৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্তকরণ সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ড এর প্রেস বিজ্ঞপ্তি।
Views
০৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্তকরণ সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ড এর প্রেস বিজ্ঞপ্তি। (০৫/০৯/২০২৪)
👉০৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল শুরু হয়েছে।
👉যাঁরা আয়কর রিটার্ন দাখিল করতে চান তাঁরা অনলাইনে আয়কর রিটার্ন দিতে পারবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
প্লট- এফ ১/এ, আগারগাঁও
শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
তারিখ- ২১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ০৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ
প্রেস বিজ্ঞপ্তি
করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কর ব্যবস্থাপনা গড়তে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর। এই লক্ষ্যে আয়কর আইন, ২০২৩ এবং অর্থ আইন, ২০২৪ এর আলোকে ব্যক্তিশ্রেণির করদাতাগণের ২০২৪-২০২৫ কর বছরের অনলাইন রিটার্ন দাখিলের জন্য e-Retum System upgradation এর কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী ০৯/০৯/২০২৪ হতে তারিখ অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হবে।
e-Return System ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ নিজের রিটার্ন তৈরী, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) এর মাধ্যমে কর পরিশোধ, রটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদ প্রাপ্তি, পূর্ববর্তী কর বছরের দাখিলকৃত e-Return এর কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট/ডাউনলোডের সুবিধা পাবেন।
এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর প্রয়োজন হবে।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২১ সালে এই সিস্টেম চালু করার পর ২০২১-২০২২ কর বছরে ৬১,৪৯১ জন, ২০২২-২০২৩ কর বছরে ২,৪৪,৪৮১ জন ও ২০২৩-২০২৪ কর বছরে ৫,২৬,৪৮৭ জন করদাতা e-Return দাখিল করেছেন।
ব্যক্তিশ্রেণির করদাতাগণ আগামী ০৯/০৯/২০২৪ তারিখ হতে জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২০২৪-২০২৫ কর বছরের ৫- Return দাখিল করতে পারবেন। - জাতীয় রাজস্ব বোর্ড।
No comments
Your opinion here...