ad

২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং উপবৃত্তি বিতরণ সংক্রান্ত তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।

Views

 


২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং উপবৃত্তি বিতরণ সংক্রান্ত তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (০৪.০৮.২৪)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 মিরপুর-২, ঢাকা-১২১৬।

www.dpe.gov.bd

স্মারক: ৩৮.০১.০০০০.১৯৩.১৬.০০৩.২০২৩- ৩২৮৯

তারিখ: ২০ শ্রাবন ১৪৩১ ০৪ আগষ্ট ২০২৪

বিষয়: ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং উপবৃত্তি বিতরণ সক্রান্ত তথ্য প্রেরণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষার জন্য শতভাগ সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের অনুকূলে উপবৃত্তির অর্থ সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করার নিমিত্ত এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিদ্যালয় পর্যায়সহ সংশ্লিষ্ট সকল স্তরে যথাযথভাবে সংরক্ষণ আবশ্যক। এ লক্ষ্যে ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শ্রেণির শিক্ষার্থীর তথ্য সংযুক্ত 'ক ছক (শিক্ষার্থী সংক্রান্ত)' এবং উপবৃত্তি বিতরণ সংক্রান্ত তথ্য সংযুক্ত 'খ ছক (উপবৃত্তি বিতরণ সংক্রান্ত)' মোতাবেক পুরণ পূর্বক সফট্ কপি ও হার্ডকপি নিকস-বাংলা (ইউনিকোড) ফন্টে-সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে পরিচালক, উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ আগামী ১৪/৮/২০২৪ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

সংযুক্তি: তথ্য ছক ০১ (এক) কপি।

স্বাক্ষরিত


ড. নাছিমা বেগম

পরিচালক (উপবৃত্তি)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 dirpesd.dpe@gmail.com





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.