ad

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা - ২০২৩ অনুযায়ী নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।

Views

 


বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা - ২০২৩ অনুযায়ী নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (১৪.০৮.২৪)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd

তারিখ: ৩০ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ

স্মারক নং ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০২১.২৪.৮৫8 ১৪ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ

বিষয়:বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩ অনুযায়ী নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সূত্র: ১) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০.৪০০,৯৯.০০৭.২৩.৭৫; তারিখ ২৬/০২/২০২৪খ্রি: ২) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০.১১০.০৯.০২৩.২০২৪-১৫০; তারিখ ০৮/০৭/২০২৪খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩ অনুযায়ী তাঁর বিভাগের আওতাধীন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন কার্যক্রমের হালনাগাদ তথ্য প্রেরণের জন্য সূত্রোক্ত স্মারকে অনুরোধ করা হয়েছিল।

২। সূত্রোক্ত স্মারকদ্বয়ের পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায় থেকে প্রাপ্ত বিভাগওয়ারি নিবন্ধনযোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যার সাথে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৩ এ উল্লেখিত সংখ্যার কম/বেশী এবং অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়েছে, যা বোধগম্য নয়। আগামী ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে এই অসামঞ্জস্যতার যথাযথ ব্যাখ্যা প্রদানসহ হালনাগাদ তথ্য প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। ৩। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩ এর বিধি ২(ঞ) এ সংজ্ঞায়িত বিদ্যালয়সমূহের নিবন্ধন কার্যক্রম দ্রুততর। ত্বরান্বিত করার নিমিত্ত প্রয়োজনীয় যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ (মতবিনিময়/উদ্বুদ্ধকরণ সভা, পত্র প্রেরণ ইত্যাদি) এবং তাঁর দপ্তরে নিবন্ধন সংশ্লিষ্ট অনিষ্পন্ন আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তিকরণের উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। ৪। বিষয়টি অতীব জরুরি।

স্বাক্ষরিত

মোঃ লুৎফুর রহমান

পরিচালক

(পলিসি এন্ড অপারেশন)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.