অনলাইন শিক্ষক বদলি ২০২৪ এ আদেশপ্রাপ্ত শিক্ষকগণের IPEMIS সফ্টওয়্যারে যোগদান প্রসঙ্গে প্রাগম এর পত্র।
অনলাইন শিক্ষক বদলি ২০২৪ এ আদেশপ্রাপ্ত শিক্ষকগণের IPEMIS সফ্টওয়্যারে যোগদান প্রসঙ্গে প্রাগম এর পত্র। (১৯/০৮/২০২৪)
''সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩'' এর ৩.৪ অনুচ্ছেদ এর শর্তাবলী পূরণ হওয়া সাপেক্ষে যোগদান নিশ্চিত করতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.b
৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
তারিখ: ১৯ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
স্মারক নম্বর: ৩৮,০১,০০০০,৪০০,১৯,০০২,২১,২১০
বিষয়: অনলাইন শিক্ষক বদলি ২০২৪ এ আদেশপ্রাপ্ত শিক্ষকগণের IPEMIS সফ্টওয়্যারে যোগদান প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অনলাইন শিক্ষক বদলি ২০২৪-এ আদেশপ্রাপ্ত শিক্ষকগণ যারা ইতোমধ্যে বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করেছেন সে সকল শিক্ষককে অনলাইন সফ্টওয়্যারে যোগদান করানো আবশ্যক।
২। বর্ণিতাবস্থায় আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষককে IPEMIS সফ্টওয়্যারে যোগদান করানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এক্ষেত্রে সহকারী শিক্ষকের ক্ষেত্রে যোগদানকৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের ক্ষেত্রে যোগদানকৃত উপজেলা/থানার উপজেলা/থানা শিক্ষা অফিসার IPEMIS-এ যোগদান করাবেন।
৩। উল্লেখ্য যে, "সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩" এর ৩.৪ অনুচ্ছেদ এর শর্তাবলী পূরণ হওয়া সাপেক্ষে যোগদান নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার ব্যক্তিগতভাবে দায়ি থাকবেন।
স্বাক্ষরিত
তাপস কুমার আচার্য্য
সহকারী পরিচালক
No comments
Your opinion here...