PESP MIS Software এর ইউজার আইডি সংক্রান্ত নোটিশ।
PESP MIS Software এর ইউজার আইডি সংক্রান্ত নোটিশ। (০৪.০৬.২৪)।
PESP MIS Software এর ইউজার আইডি সংক্রান্ত নোটিশ: যেসকল বিদ্যালয়ের ইউজার এখনো খুঁজে পাওয়া যায়নি কিংবা ক্রিয়েট করা হয়নি মর্মে প্রতীয়মান, সেসকল বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম, PEMIS-এ এন্ট্রিকৃত উক্ত শিক্ষকের মোবাইল নম্বর, বিদ্যালয়ের নাম, ক্লাস্টার, উপজেলা ও জেলার নাম এইউইও/এটিইও অথবা ইউইও/টিইওগণের মাধ্যমে বিভাগীয় হোয়াটস অ্যাপ গ্রুপে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, অসম্পূর্ণ তথ্য প্রেরণের কারণে যথাসময়ে/জরুরী ভিত্তিতে উক্ত সমস্যার সমাধান দিতে বিলম্ব হচ্ছে। উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ০৪ জুন ২০২৪।
DPE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...