ad

সারাদেশের ১২৫১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সিঙ্গেল (এক) শিফটে রূপান্তর সংক্রান্ত প্রাগম এর অফিস আদেশ।

Views

 


সারাদেশের ১২৫১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সিঙ্গেল (এক) শিফটে রূপান্তর সংক্রান্ত প্রাগম এর অফিস আদেশ। ০৩/০৬/২০২৪)

তাগিদ পত্র

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

নম্বর: ৩৮,০১,০০০০,৪০০,৯৯,০০৯,২৪.১২৭

তারিখ: ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

০৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ

অফিস আদেশ

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪)- এর আওতায় ডিএল আই ৫.৩ অর্জনের লক্ষ্যে পূর্বের এক শিফটে চলমান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এতদসঙ্গে সংযুক্ত সারাদেশের সর্বমোট ১২,৫১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এর অনুমোদনক্রমে এক (সিঙ্গেল) শিফটে রূপান্তর করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সকল বিদ্যালয়ে এক (সিঙ্গেল) শিফটে পাঠদান কার্যক্রম চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন ব্যতীত পরবর্তীতে এ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুনরায় দুই (ডাবল) শিফটে রূপান্তর করা যাবে না।

স্বাক্ষরিত

মোহাম্মদ মিজানুর রহমান

মহাপরিচালক (ভারপ্রাপ্ত)


Full PDF download link

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.