২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরি প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।
২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরি প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (২৬.০৫.২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১,০০০০,৫০০,২০,১৩৩.২২.৬৭
১২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
তারিখ: ২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ
বিষয়: ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরি।
সূত্র:
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন বাজেটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ এর সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খাতে প্রাপ্ত বরাদ্দ হতে ১৮৩,৮৬,৪৬,০০০/- (একশত তিরাশি কোটি ছিয়াশি লক্ষ ছিচল্লিশ হাজার) টাকা ৫১৩টি উপজেলা/থানা শিক্ষা অফিসের আওতায় কর্মরত শিক্ষকবৃন্দের বেতনভাতা ও অন্যান্য খাতের ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক বাজেট বরাদ্দ ও মঞ্জুরী তাঁর নিয়ন্ত্রণাধীনে প্রদান করা হলো এবং সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার-কে বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো। এই ব্যয় ২০২৩-২৪ অর্থবছরের পরিচালন বাজেটের দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খাতে বরাদ্দকৃত অর্থ হতে মিটানো হবে;
* এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। যেকোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন;
* ২০২৩-২৪ অর্থবছরে পণ্য ও সেবার ব্যবহারসহ অন্যান্য খাতে বরাদ্দকৃত অর্থ মাসিক ভিত্তিতে ব্যয় করতে হবে। যে সকল শিক্ষক মাসিক সমন্বয় সভায় যোগদান করেন এবং অন্যান্য সরকারি কাজে অন্যত্র ভ্রমণ করে থাকেন, সে সকল শিক্ষক সরকারি বিধি মোতাবেক ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন;
* অব্যয়িত অর্থ ১৫ জুন, ২০২৪ এর মধ্যে সমর্পণ করতে হবে। চাহিদার চেয়ে বরাদ্দের পরিমাণ অতিরিক্ত হলে অতিরিক্ত অর্থ DPE এর Accounting Information System (AIS)-এর মাধ্যমে মাসিক SOE জমাদানের সময় সমর্পণ করতে হবে এবং একই সাথে ঘাটতি চাহিদা থাকলে মাসিক SOE জমাদানের সময় ঘাটতি চাহিদা আবশ্যিকভাবে এন্ট্রি করতে হবে:
* প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের Accounting Information System (AIS)-এ মাসিক খরচের বিবরণী নিয়মিত এন্ট্রি করতে হবে;
* এই বরাদ্দ হতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত বেতন-ভাতাদি খাতে কোন ধরনের বকেয়া অর্থ উত্তোলন করা যাবেনা। তবে মে ২০২৪ পর্যন্ত নিয়মিত বেতন-ভাতাদি পরিশোধের পর উদ্বৃত্ত অর্থ হতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ১২ ফেব্রুয়ারি ২০২৩ এর স্মারক নং- ০৭.০০.০০০০.১৬১.৩৮.০০১.১৭ (অংশ-১)-৩৫ এর নির্দেশনা মোতাবেক একই বিভাগের ১২ আগষ্ট ২০২০ খ্রিস্টাব্দের ০৭.০০.০০০০.১৬১.৩৮.০০৭.১৩-৯১ স্মারকের অনুচ্ছেদ (ঘ) এর আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণজনিত বকেয়া প্রদান করা যাবে।
* ৩২১১১১৩-বিদ্যুৎ খাতে প্রধান কার্যালয় কর্তৃক মোট প্রাপ্ত অর্থের ৭৫% ব্যয়সীমা প্রতিপালনপূর্বক অর্থ ছাড় করা হয়েছে বিধায় বর্ণিত খাতে মাঠ পর্যায়ের উপজেলা শিক্ষা অফিসসমূহে প্রাপ্ত মোট বরাদ্দের শতভাগ ব্যয় করা যাবে। এছাড়া বিদ্যুৎ, পানি, ভূমি উন্নয়ন কর ও পৌর করের বিল (বকেয়াসহ) পরিশোধ করা যাবে;
২। এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।
সংযুক্তিঃ বর্ণনানুগ বাজেট বিভাজন ৩৮ (আটত্রিশ) পাতা
DPE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...