নতুন জাতীয়করণকৃত বিদ্যালয়সমূহে ৫ম শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে জারীকৃত সংশোধনী প্রজ্ঞাপন স্পষ্টীকরণ প্রসঙ্গে প্রাগম এর চিঠি।
Views










যে সকল জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় ৫ম শিক্ষক নিয়োগ দিয়ে জাতীয়করণের আশা করে আছেন, তাদের জন্য দু:সংবাদ। এ চিঠি অনুযায়ী ৫ম শিক্ষক জাতীয়করণের কোনো সুযোগ নেই।
MOPME এর সকল আপডেট লিঙ্ক
নতুন জাতীয়করণকৃত বিদ্যালয়সমূহে ৫ম শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে জারীকৃত সংশোধনী প্রজ্ঞাপন স্পষ্টীকরণ প্রসঙ্গে প্রাগম এর চিঠি। (২০.০৫.২৪)।












গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৪০০,৯৯.০০৭.২২.১১৮
তারিখ: ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
২০ মে ২০২৪ খ্রিস্টাব্দ
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নতুন জাতীয়করণকৃত বিদ্যালয়সমূহে ৫ম শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার ২৪ জুলাই ২০১৩ তারিখের ৩৮.০০৭.০১৫.০০০,০৩,০০,২০১৩-৩০০ নং স্মারকমূলে জারীকৃত সংশোধনী প্রজ্ঞাপন স্পষ্টীকরণ পত্রটি অবগতির জন্য পৃষ্ঠাংকন পূর্বক প্রেরণ করা হলো।
বিতরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
১। বিভাগীয় উপপরিচালক (সকল), প্রাথমিক শিক্ষা, সকল বিভাগ এবং ২। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সকল)।
স্বাক্ষরিত
আলেয়া ফেরদৌসী শিখা
সহকারী পরিচালক
MOPME এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...