ad

ইউআরসি/টিআরসি-তে প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।

Views

 


ইউআরসি/টিআরসি-তে প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা সংক্রান্ত প্রাশিঅ এর পত্র। (২৩/০৫/২০২৪)

প্রধান শিক্ষকগণের ১৪ দিনের লিডারশিপ প্রশিক্ষণ আগামী ২৭/৫/২০২৪ থেকে শুরু।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রশিক্ষণ বিভাগ

সেকশন-২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারকনম্বর: ৩৮.০১.০০০০.৬০০.২৫.০২১.১৫. ৮৪৪ তারিখ: ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১ ২৩ মে ২০২৪

বিষয়: ইউআরসি/টিআরসি-তে প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও) এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ইউআরসি/টিআরসিতে ১৪ (চৌদ্দ) দিনব্যাপী প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ আগামী ২৭ মে ২০২৪ তারিখ থেকে শুরু হবে।

০২। বর্ণিত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত তাঁর বরাবর ইতোমধ্যে অত্র দপ্তরের অর্থ বিভাগ হতে বরাদ্দপত্র প্রেরণ করা হয়েছে। প্রশিক্ষণ পরিচালনার বাজেট বিভাজনের কপি এতদসঙ্গে প্রেরণ করা হলো। নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণপূর্বক প্রশিক্ষণ যথাযথভাবে পরিচালনার জন্য অনুরোধ করা হলো।

প্রশিক্ষণ পরিচালনাঃ ক) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত তারিখে প্রশিক্ষণ শুরু করতে হবে। বিশেষ কোন কারণে সময় পরিবর্তন করতে হলে তা প্রশিক্ষণ বিভাগের মেইল-afroza0902@gmail.com এ অবহিত করে পূর্বানুমতি গ্রহণ করতে হবে। সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার) প্রশিক্ষণ চলমান থাকবে। শুধুমাত্র সরকার কর্তৃক নির্ধারিত ছুটির দিনসমূহে প্রশিক্ষণ বন্ধ থাকবে;

খ) প্রতিদিন সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রশিক্ষণার্থীদের সকাল ০৮:৩০ টায় প্রশিক্ষণ ভেন্যুতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপস্থিতি নিশ্চিত করতে হবে;

গ) নতুনভাবে প্রণীত প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষন ম্যানুয়াল ব্যবহার করে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টরগণ প্রশিক্ষণ শুরুর পূর্বেই প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নির্ধারিত দিনে সরবরাহ নিশ্চিত করবেন।;

ঘ) প্রশিক্ষণের প্রতিব্যাচে ২৫ জন প্রধান শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। কোনক্রমেই একজন শিক্ষক একাধিকবার উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না;

ঙ) ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টরগণ বর্ণিত প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন। তবে ইন্সট্রাক্টর প্রশিক্ষক এর দায়িত্ব পালন করলে সহকারী ইন্সট্রাক্টর কোর্স-কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন। একইভাবে সহকারী ইন্সট্রাক্টর প্রশিক্ষকের দায়িত্ব পালন করলে ইন্সট্রাক্টর কোর্স-কোঅর্ডিনেটর এর দায়িত্ব পালন করবেন। যে কোনো একটি পদ শূন্য থাকলে ইন্সট্রাক্টর/সহকারী ইন্সট্রাক্টর যদি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সেক্ষেত্রে তিনি কোর্স-কোঅর্ডিনেটর হিসাবে শুধুমাত্র সম্মানী ভাতা প্রাপ্য হবেন;

চ) প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়নে সহায়ক কর্মকর্তার আবশ্যকতা বিবেচনায় যেসকল ইউআরসি/টিআরসিতে সহকারী ইন্সট্রাক্টরের পদ শূন্য রয়েছে সেসকল স্থানে উপজেলা/থানা শিক্ষা অফিসের একজন কর্মকর্তা (উপজেলা/থানা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে) ব্যাচওয়ারী প্রশিক্ষণের সহায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন;

ছ) প্রশিক্ষণ শেষে ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টরগণ প্রশিক্ষণার্থীদের গ্রেডভিত্তিক মূল্যায়ন করে মূল্যায়ন প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট ও উপজেলা/থানা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন;

জ) প্রশিক্ষণ চলাকালীন যে কোনো সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্বাচিত মেন্টরগণ প্রশিক্ষণ মনিটরিং ও মেন্টরিং গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণ পরিবীক্ষণ করবেন;

ঝ) ব্যাচওয়ারী প্রশিক্ষণের সমাপনী দিনে সকল অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে অংশগ্রহণ সম্পর্কিত সনদপত্র প্রদান করবেন;

ঞ) ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর/দায়িত্বপ্রাপ্ত ইন্সট্রাক্টর আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বাজেট বিভাজন অনুসারে প্রশিক্ষণের যাবতীয় ব্যয় নির্বাহ করবেন। অব্যায়িত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করবেন। তিনি যে কোনো আর্থিক অনিয়মের জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

প্রশিক্ষণার্থী নির্বাচনঃ ক) উপজেলা/থানা শিক্ষা অফিসার তাঁর আওতাধীন ক্লাস্টারভিত্তিক প্রধান শিক্ষকের নাম ও মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্যাদি উল্লেখপূর্বক ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টরের সাথে সমন্বয়পূর্বক ব্যাচওয়ায়ী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব/অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্যতীত) মনোনয়ন ও ডেপুটেশন প্রদান করবেন;

খ) ইতোপূর্বে যে সকল প্রধান শিক্ষকগণ লিডারশীপ প্রশিক্ষন প্রাপ্ত হয়েছেন সে সকল প্রধান শিক্ষকগণকে উক্ত প্রশিক্ষণ হতে বিরত রাখতে হবে;

গ) প্রশিক্ষনার্থী নির্বাচনের ক্ষেত্রে ক্লাস্টার ভিত্তিক সমহার রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে;

ঘ) বিদ্যালয়ের শ্রেণিপাঠদান কার্যক্রমে ব্যাঘাত না ঘটিয়ে প্রশিক্ষণার্থী নির্বাচন করতে হবে;ণ

ঙ) উপজেলা শিক্ষা অফিসার যথানিয়মে PEMIS সফটওয়্যারে ব্যাচওয়ারী প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত তথ্য এন্ট্রি নিশ্চিত করবেন। তথ্য এন্ট্রিজনিত কোন সমস্যা হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি বিভাগের সাথে ই-মেইলে (helpimddpe@gmail.com) যোগাযোগ করা যেতে পারে। ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টরগণ PEMIS সফটওয়্যারে ব্যাচওয়ারী প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষক তথ্য এন্ট্রি যাচাই নিশ্চিত করবেন;

চ) যদি কোন উপজেলা বা থানায় বিদ্যালয়ের সংখ্যা কম থাকে সেক্ষেত্রে একই জেলার পাশ্ববর্তী উপজেলার প্রধান শিক্ষকগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে প্রশিক্ষনার্থী নির্বাচনে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডেপুটেশন প্রদান করবেন। প্রশিক্ষক নির্বাচনঃ ক) প্রশিক্ষণের প্রতিব্যাচে ০২ (দুই) জন প্রশিক্ষক দায়িত্ব পালন করবেন। প্রশিক্ষকগণকে অবশ্যই ২০২৩-২৪ অর্থবছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রধান শিক্ষকগণের লিডারশিপ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনার/কী ট্রেইনার ট্রেইনার (TOT প্রশিক্ষণপ্রাপ্ত) হতে হবে। খ) প্রতিব্যাচের জন্য উপজেলা/থানা শিক্ষা অফিসার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে প্রশিক্ষণপ্রাপ্ত এডিপিইএ/ইউইও/এইউইওগণের মধ্য হতে ০১ (এক) জন এবং ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর পিটিআই সুপারিনটেনডেন্টের সাথে আলোচনা করে ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর/সহকারী ইন্সট্রাক্টরগণের মধ্য হতে ০১ (এক) জনকে প্রশিক্ষক মনোনয়ন দিবেন। ০৩। নবসৃষ্ট উপজেলাসমূহে কন্ঠ সেন্টার (cost-centre) না থাকায় নিম্নোক্ত উপজেলার প্রধান শিক্ষকগণের প্রশিক্ষণ নিচে বর্ণিত সাবেক উপজেলায় অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে সাবেক ও নবসৃষ্ট উপজেলায় কর্মরত উপজেলা শিক্ষা অফিসারগণ আলোচনা করে বিদ্যালয়ের আনুপাতিক হারে স্ব স্ব উপজেলার প্রধান শিক্ষক ডেপুটেশন প্রদান করবেন।




DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.