Views
পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) জুলাই ২০২৪ এপ্রিল ২০২৫ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন এর জন্য পিটিআইভিত্তিক আসন সংখ্যা এবং ক্যাচমেন্ট এরিয়ার তথ্য প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (২০/০৫/২০২৪)
👉বিটিপিটি জুলাই ২০২৪ বছর ভর্তির তথ্য।
👉২৮ মে ২০২৪ হতে ০২ জুন ২০২৪ এর মধ্যেই অনলাইনে ভর্তি হতে হবে । ভর্তির তারিখ কোনক্রমেই বর্ধিত হবে না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রশিক্ষণ বিভাগ
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
তারিখ: ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
২০ মে ২০২৪ খ্রিস্টাব্দ
স্মারক নম্বর: ৩৮,০১,০০০০,৬০০,২৫,০০৪,২৩.১
বিষয়: পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) জুলাই ২০২৪ এপ্রিল ২০২৫ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন এর জন্য পিটিআইভিত্তিক আসন সংখ্যা এবং ক্যাচমেন্ট এরিয়ার তথ্য প্রেরণ।
সূত্র: নেপ এর পত্র নম্বর ৩৮.৪১৮,০০,০০,১৪৬.২০২১-৫৬, তারিখ: ২৩ এপ্রিল ২০২৪।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) জুলাই ২০২৪-এপ্রিল ২০২৫ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন এর জন্য পিটিআই এর জনবল বিবেচনায় পিটিআইভিত্তিক আসন সংখ্যা এবং ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণপূর্বক তথ্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদসঙ্গে প্রেরণ করা হলো।
সংযুক্তি: বিবেচ্য সংযুক্তি: ক্যাচমেন্ট এরিয়া (জুলাই ২৪-এপ্রিল ২৫).xlsx,
স্বাক্ষরিত
শাহীনুর শাহীন খান
পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)
DPE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...