ad

ক্ষুদে ডাক্তার কর্তৃক “শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা” এবং ২৯তম “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ” পালনের তারিখ পূন:নির্ধারণ প্রসঙ্গে মাউশি এর পত্র।

Views

 


ক্ষুদে ডাক্তার কর্তৃক “শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা” এবং ২৯তম “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ” পালনের তারিখ পূন:নির্ধারণ প্রসঙ্গে মাউশি এর পত্র। ১৩/০৫/২০২৪)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
 বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd

স্মারক নং-৩৭.০২,০০০০,১০৮,০৩২.০২.২১-১১

তারিখ: ১৩/০৫/২০২৪ খ্রি.

বিষয়: ক্ষুদে ডাক্তার কর্তৃক "শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা” এবং ২৯তম "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" পালনের তারিখ পুন:নির্ধারণ প্রসঙ্গে।

সূত্র: স্বা: অধি:/সিডিসি/ফাইলেরিয়া/STH/2005/Vol-6/৯৯০৭, তারিখ: ০৫/০৫/২০২৪ইং
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রবাহমান তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছুটি বর্ধিত করায় পূর্বনির্ধাতি সময়ানুযায়ী ক্ষুদে ডাক্তার কর্তৃক "শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা" ও ২৯তম "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" পালন সাময়িকভাবে স্থগিত করা হয়।

২। গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটির জরুরী সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৫-২১ মে ২০২৪ সময়কালীন ক্ষুদে ডাক্তার কর্তৃক "শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা" এবং ২৩-২৯ মে ২০২৪ সময়কালীন সারাদেশব্যাপি ২৯তম "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" পালন করা হবে।

৩। এমতাবস্থায়, আগামী ১৫-২১ মে ২০২৪ সময়কালীন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি/বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার কর্তৃক "শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা" এবং ২৩-২৯ মে ২০২৪ সময়কালীন সারাদেশব্যাপি ২৯তম "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" কার্যক্রম পালনের জন্য তাঁর আওতাধীন উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে ০৩/০৪/২০২৪ তারিখের স্মারক নং-৩৭.০২.০০০০.১০৮.০৩২.০২.২১-০৫-বিশেষ এবং ১৬/০৪/২০২৪ তারিখের স্মারক নং-৩৭.০২.০০০০.১০৮,০৩২.০২.২১-০৭-বিশেষ এ বর্ণিত বিষয়সমূহ প্রতিপালন করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: স্বাস্থ্য অধিদপ্তরের পত্র।

স্বাক্ষরিত
(মোঃ খালেদ সাইফুল্লাহ) 
সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) 
সেল ফোন নং-০২-৪১০৫০621


DSHE এর সকল আপডেট লিঙ্ক


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.