ad

বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার দলের মাধ্যমে এডিস সংক্রান্ত স্বাস্থ্য বার্তা প্রদান প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি।

Views

 


বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার দলের মাধ্যমে এডিস সংক্রান্ত স্বাস্থ্য বার্তা প্রদান প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি। (১৮/০৪/২০২৪)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম

 রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২

স্মারক নং- স্বাঃ অধিঃ/সিডিসি/ফাইলেরিয়া/ STH/2005/ Vol-6/৯৮৭৮ 

তারিখঃ ১৮/০৪/২০২৪ ইং

বরাবর,

 মহাপরিচালক

 মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

 গাইড হাউজ, বেইলী রোড, ঢাকা। 

(দৃষ্টি আকর্ষণ: পরিচালক, প্রশিক্ষণ ও উন্নয়ন)

বিষয়: বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার দলের মাধ্যমে এডিস সংক্রান্ত স্বাস্থ্য বার্তা প্রদান প্রসঙ্গে।


উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, আসন্ন বর্ষা মৌসুমে সারাদেশব্যাপি ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিকারের চেয়ে গুরুত্বপূর্ণ বিধায় দেশব্যাপি ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টি করা আবশ্যক । আপনি অবগত আছেন যে, সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় দেড় লক্ষাধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় চব্বিশ লক্ষাধিক শিক্ষার্থী "ক্ষুদে ডাক্তার" এর ভূমিকায় সহপাঠিদের মাঝে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বার্তা প্রদান করে আসছে। নিম্নে ডেঙ্গু সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক কতিপয় স্বাস্থ্যবার্তা উল্লেখ করা হলো।

* এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়।

* স্কুল, অফিস ও বাড়িতে রাখা ফুলের টব, যেকোন পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, চিপসের খালি প্যাকেট ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। এসব জমে থাকা পানি ৩দিনের মধ্যে ফেলে দিতে হবে। 

* বাড়ি, অফিস ও স্কুলের আশ-পাশের বর্জ্য নিয়মিতভাবে অপসারন করতে হবে।

* দিনে ও রাতে ঘুমানো বা বিশ্রামের সময় মশারি ব্যবহার করতে হবে। প্রয়োজনে মশা নিবারক ক্রীম বা লোশন ব্যবহার করতে হবে।

* জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করাতে হবে। স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন- খাবার স্যালাইন, ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে হবে।

উপরে উল্লেখিত স্বাস্থ্য বার্তাসমূহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের "ক্ষুদে ডাক্তার" দলের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীর মাঝে নিয়মিত প্রচারের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

ডা: শেখ দাউদ আদনান

পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও

লাইন ডাইরেক্টর, সিডিসি 

স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.