ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্রাইটেরিয়াসমূহের স্কোর যেভাবে হিসাব করা হয়

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্রাইটেরিয়াসমূহের স্কোর যেভাবে হিসাব করা হয় 👇

👉 ক্রাইটেরিয়া-১ : (#দূরত্ব)
ধরুন একটি বিদ্যালয়ের জন্য ৫ জন শিক্ষক বদলির আবেদন জমা দিয়েছেন। এই ৫ জন শিক্ষকের স্থায়ী ঠিকানা থেকে কর্মরত বিদ্যালয়ের দূরত্বের ভিন্নতা রয়েছে।
১ম জন - ১৬ কিলোমিটার
২য় জন - ২০ কিলোমিটার
৩য় জন - ১২ কিলোমিটার
৪র্থ জন - ২২ কিলোমিটার
৫ম জন - ১৫ কিলোমিটার
দূরত্বের জন্য মোট নম্বর - ২০।
এই ৫ জনের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হচ্ছে ৪র্থ জনের। তিনি পাবেন ২০ নম্বরের মধ্যে ২০ নম্বর।
এবার বাকি ৪ জনের হিসাব হবে এভাবে :
১ম জন - ১৬ কিলোমিটার =(১৬×২০)÷২২=১৪.৫৫ নম্বর
২য় জন - ২০ কিলোমিটার
=(২০×২০)÷২২=১৮.১৮ নম্বর
৩য় জন - ১২ কিলোমিটার
=(১২×২০)÷২২=১০.৯১ নম্বর
৫ম জন - ১৫ কিলোমিটার =(১৫×২০)÷২২=১৩.৬৪ নম্বর
👉 ক্রাইটেরিয়া-২ : (#কর্মকাল)
একইভাবে ধরুন একটি বিদ্যালয়ের জন্য ৫ জন শিক্ষক বদলির আবেদন জমা দিয়েছেন। এই ৫ জন শিক্ষকের কর্মরত বিদ্যালয়ে কর্মকালের ভিন্নতা রয়েছে।
১ম জন - ৫ বছর
২য় জন - ৭ বছর
৩য় জন - ৩ বছর
৪র্থ জন - ৪ বছর
৫ম জন - ৬ বছর
কর্মকালের জন্য মোট নম্বর - ২৫।
এই ৫ জনের মধ্যে কর্মকাল বেশি হচ্ছে ২য় জনের। তিনি পাবেন ২৫ নম্বরের মধ্যে ২৫ নম্বর।
এবার বাকি ৪ জনের হিসাব হবে এভাবে :
১ম জন - ৫ বছর
=(৫×২৫)÷৭=১৭.৮৬ নম্বর
৩য় জন - ৩ বছর
=(৩×২৫)÷৭=১০.৭১ নম্বর
৪র্থ জন - ৪ বছর
=(৪×২৫)÷৭=১৪.২৯ নম্বর
৫ম জন - ৬ বছর
=(৬×২৫)÷৭=২১.৪৩ নম্বর
👉 ক্রাইটেরিয়া-৩ : (#লিঙ্গ)
আবেদনকারী নারী হলে ১০ নম্বর পাবেন আর পুরুষ হলে পাবেন ০ নম্বর।
👉 ক্রাইটেরিয়া-৪ : (#প্রতিবন্ধীতা)
আবেদনকারী প্রতিবন্ধী হলে ১৫ নম্বর পাবেন।
👉 ক্রাইটেরিয়া-৪ : (#মৃত্যু_বা_বিবাহ_বিচ্ছেদ)
আবেদনকারীর স্বামী/স্ত্রীর মৃত্যু/বিবাহ বিচ্ছেদ হলে পাবেন ৩০ নম্বর।
এভাবে সর্বমোট ১০০ নম্বর।
আশা করছি, এইবার আপনার স্কোর কীভাবে হিসাব করা হয়েছে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।
DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.