ad

হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিষ্টাব্দ) সালের পবিত্র রমজান মাসের অফিস সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চিঠি।

Views

 


হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিষ্টাব্দ) সালের পবিত্র রমজান মাসের অফিস সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চিঠি। (০৫/০৩/২০২৪)


পবিত্র রমজান মাসের ব্যাংকের অফিস সময়সূচি।

বাংলাদেশ ব্যাংক

প্রধান কার্যালয়

মতিঝিল, ঢাকা।

ক্রমিক নং- ০৫/২০২৪-৯৬ ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স তারিখ: ০৫ মার্চ, ২০২৪ প্রধান বার্তা সম্পাদক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ঢাকা।

হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিষ্টাব্দ) সালের পবিত্র রমজান মাসের অফিস সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে

প্রিয় মহোদয়,

হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিষ্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক-কোম্পানীর অফিস ও লেনদেনের সময়সূচি হবে নিম্নরূপঃ

২। যোহরের নামাজের জন্য দুপুর ১:১৫ ঘটিকা হতে ১:৩০ ঘটিকা পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।

৩। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।

জাতীয় স্বার্থে উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য বিশেষ অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,

স্বাক্ষরিত (সাঈদা খানম) পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা। টেলিফোন: ৯৫৩০৩০০; E-mail: sayeda.khanam@bb.org.bd






Bangladesh Bank এর সকল আপডেট লিঙ্ক


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.