ওয়েবসাইটে প্রকাশিত সহকারী ইন্সট্রাক্টরগণের গ্রেডেশন তালিকার অভিযোগ-মতামত সংক্রান্ত শুনানি সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা।
ওয়েবসাইটে প্রকাশিত সহকারী ইন্সট্রাক্টরগণের গ্রেডেশন তালিকার অভিযোগ-মতামত সংক্রান্ত শুনানি সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা। (০৪/০৩/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ২০ ফাল্গুন ১৪৩০
০৪ মার্চ ২০২৪
স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১০১,৩২,০০৯,২৩- ১২৮
বিষয়: ওয়েবসাইটে প্রকাশিত সহকারী ইন্সট্রাক্টরগণের গ্রেডেশন তালিকার অভিযোগ/মতামত সংক্রান্ত শুনানি।
উপজেলা/থানা রিসোর্স সেন্টারে কর্মরত সহকারী ইন্সট্রাক্টরগণের খসড়া গ্রেডেশন তালিকা প্রণয়ন কমিটি' কর্তৃক ২৩০ জনের খসড়া গ্রেডেশন তালিকা প্রস্তুত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তৎপ্রেক্ষিতে মাঠ পর্যায়ে উপজেলা/থানা রিসোর্স সেন্টারে কর্মরত সহকারী ইন্সট্রাক্টরগণের অভিযোগ/মতামত ডাকযোগে/বাহক মারফত এবং ই-মেইল এর মাধ্যমে পাওয়া যায়।
২। সংস্থাপন মন্ত্রণালয়ের ৩০ মে ২০১১ খ্রিষ্টাব্দ তারিখের এসআরও নম্বর ১০৮-আইন/২০১১/০৫.১৭১.০২২,০১,০০,০১০,২০১০ এর (৯) এর জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন সংক্রান্ত উপবিধি (৩) "কর্তৃপক্ষ উপ-বিধি (২) এর অধীন প্রাপ্ত কোন আপত্তি অভিযোগ পরামর্শ যথাযথ শুনানি ও নিষ্পত্তিকরতঃ চূড়ান্তভাবে জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ করিবে” মর্মে প্রজ্ঞাপন জারি হয়েছে।
۱۵ আগামী ১২ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় মহাপরিচালক মহোদয় কর্তৃক তাঁর দপ্তরে গ্রেডেশন তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে অভিযোগ/মতামত গ্রহণের জন্য উপজেলা/থানা রিসোর্স সেন্টারে কর্মরত সহকারী ইন্সট্রাক্টরগণের শুনানি গ্রহণ করা হবে।
উল্লিখিত সময়ে সকল প্রমাণকসহ উপস্থিত থাকার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ.এস.এম. সিরাজুদ্দোহা)
( সহকারী পরিচালক (প্রশাসন-২)
ফোন: ০২-৫৫০৭৪৯২০
No comments
Your opinion here...