জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ এর প্রতিপাদ্য প্রেরণ সংক্রান্ত প্রাগম এর পত্র।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ এর প্রতিপাদ্য প্রেরণ সংক্রান্ত প্রাগম এর পত্র। (০৩/০৩/২৪)।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
শিশু সুরক্ষা শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
তারিখ: ০৯ ফাল্গুন, ১৪৩০
২২ ফেব্রুযারী ২০২৪
স্মারক নং-৩২,০০,০০০০,০৪১,২৩,০০১,২৩.৫১
বিষয়: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ এর প্রতিপাদ্য সংক্রান্ত।
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বছর দিবসটির নির্ধারিত প্রতিপাদ্য নিম্নরূপ:
বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে
এমতাবস্থায়, জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ দেশব্যাপী উদযাপনের লক্ষ্যে আয়োজিতব্য সকল কার্যক্রম/অনুষ্ঠানে উক্ত প্রতিপাদ্য উল্লেখ/সংযোজন করার সদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত (দীপক কুমার রায়) উপসচিব (শিশু ও সমন্বয়) ফোনঃ ০২-৯৫১২২০/৮
e-mail sasshishu500@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
নম্বর-৩৮,০০,০০০০,০০২,৯৯.০১২.২৩-৩২২
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যাথে প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
১. মহাপরিচালক (গ্রেড-১), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকা- ১২১৬। ২. মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ৩. মহাপরিচালক, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, শিক্ষা ভবন, ঢাকা। ৪. মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহ। ৫. পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট, সেকশন- ২, মিরপুর, ঢাকা-১২১৬। ১৯ ফাল্গুন ১৪৩০ তারিখ: ০৩ মার্চ ২০২৪ স্বাক্ষরিত
( ড. বিলকিস বেগম)
06/06/2028
উপসচিব
ফোনঃ ৫৫১০০৯২৮
ই-মেইল: dsad2 @mopme.gov.bd
অনুলিপিঃ
১. মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা।
২. সচিব মহোদয়ের একান্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা।
অতিরিক্ত সচিব (প্রশাসন) মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা।
৩. যুগ্মসচিব (প্রশাসন) মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা।
৫. অফিস কপি।
No comments
Your opinion here...