ad

চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিতকরণ পরিপত্র। (০৮/০২/২০২৪)

Views

 

চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিতকরণ পরিপত্র। (০৮/০২/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

 বেসরকারি মাধ্যমিক-৩ 

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

www.shed.gov.bd


স্মারক নং ৩৭,০০,০০০০,০৭৪,০৩০.০০১.২০১৭.১৬

তারিখ ঃ ২৭ পৌষ ১৪৩০

 ১১ জানুয়ারি ২০২৪

পরিপত্র

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করণের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ২৬ (গ) এর প্রদত্ত ক্ষমতাবলে উক্ত নীতিমালার ১১.১১ অনুচ্ছেদে উল্লেখিত "তবে ঐতিহ্যবাহী ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থে এবং সরকারের কোন আর্থিক সুবিধা/এম.পি.ও. না নেয়ার শর্তে সরকারের অনুমোদনক্রমে শুধু প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া যাবে। এক্ষেত্রে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর্থিকসহ সকল দায়ভার বহন করতে হবে এবং সরকার এর কোনো দায় বহন করবে না। এম.পি.ও. ভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধানের মেয়াদ সরকারের আর্থিক সংশ্লিষ্টতা না থাকলেও কোনক্রমেই ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়সের বেশি হতে পারবে না।" অংশটুকুর কার্যকারিতা স্থগিত করা হলো।

০২। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বাক্ষরিত/-

(সোলেমান খান) 

সচিব

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

 শিক্ষা মন্ত্রণালয়





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.