ad

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৪’ প্রদানের জন্য আবেদন আহবান এবং বিষয়টি বহুল প্রচার সংক্রান্ত মাউশি এর পত্র।

Views

 

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৪’ প্রদানের জন্য আবেদন আহবান এবং বিষয়টি বহুল প্রচার সংক্রান্ত মাউশি এর পত্র। (০৮/০২/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ ঢাকা

 সাধারণ প্রশাসন শাখা

www.dshe.gov.bd

তারিখ: ২৪ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ 

০৭ ফেব্রুযারি ২০১৪ খ্রিস্টাব্দ

স্মারক নম্বর: ৩৭.০২,০০০০,১০১,৯৭,০০২,২৪,২৭৭৯

বিষয়: 'বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৪° প্রদানের জন্য আবেদন আহবান এবং বিষয়টি বহুল প্রচার সংক্রান্ত। 

সূত্র শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০,০৬৫.১৬.০৪৬.১৬.৪১; তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২৪

'বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৪' প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক না-৩৭,০০,০০০০,০৬৫.১৬,০৪৬.১৬.৪১; তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২৪ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.০০.০০০০,১৯৬, ২৩.০০১.২৪.১৪: তারিখঃ ৩০ জানুয়ারি ২০২৪ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মন্ত্রণালয়ের পত্রটি (সংলগ্নিসহ্য নির্দেশক্রমে এ সঙ্গে প্রেরণ করা হলো।

(সংযুক্ত: বর্ণনা মোতাবেক)

স্বাক্ষরিত

বিপুল চন্দ্র বিশ্বাস

উপপরিচালক

০২৪১০৫২১৭৩ 

dd-admin@dshe.gov.bd


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয় 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভূাগ

 সমন্বয় শাখা

 বাংলাদেশ সচিবালয়, ঢাকা

www.shed.gov.bd 

২০: ৩৭,০০,০০০০,০৬৫.১৬৫,০৪৬.১৬.৪১

তারিখ: ২২ মাঘ ১৪৩০

০৫ ফেব্রুযারি ২০২৪

বিষয়ঃ বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৪' প্রদানের জন্য আবেদন আহ্বান এবং বিষয়টি বহুল প্রচার সংক্রান্ত

জনপ্রশাসন মন্ত্রণালরে স্মারক নং-০৫,০০,০০০০.১৯৬.২৩.০০১.২৪.১৪; তারিখ: ৩০ জানুয়ারি ২০২৪

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক, ২০২৪ প্রদানের অপেক্ষা অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পদক ব্যবস্থাপনা, পদক সংক্রান্ত কার্যক্রম ও ইলেকট্রনিক পদ্ধতিতে - বিচালনার জন্য 'বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ব্যবস্থাপনা সিস্টেম' bpaa.mopa.gov.bd সাইটের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে। বর্ণিত সিস্টেমের মাধ্যমে আবেদন দাখিলের শেষ তারিখ ০১ ফেব্রুয়ারি ২০২৪ এর পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি ১০২৪ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। পদক ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য পূর্বে ঘোষিত অন্যান্য সময়সূচি অপবিবর্তিত থাকবে।

০২ উপর্যুক্ত বিষয়টি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

সংযুক্তি: বর্ণনামতে।

স্বাক্ষরিত

মোঃ গোলাম জাকারিয়া 

উপসচিব

ফোন: ২৫৫১০১০৮৫ 

ইমেইল: sas_s4@moedu.gov.bd





DSHE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.