কাব স্কাউট ইউনিট লিডারদের সম্মানীভাতা প্রদানের লক্ষে উপজেলাভিত্তিক 'প্রাপ্তি স্বীকার ফরম প্রেরণ প্রসঙ্গে। (১৫/০২/২০২৪)
Views
কাব সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক
কাব স্কাউট ইউনিট লিডারদের সম্মানীভাতা প্রদানের লক্ষে উপজেলাভিত্তিক 'প্রাপ্তি স্বীকার ফরম প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (১৫/০২/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪০.৯৯.০৫৫.২০২১ (পার্ট-১)-১১৩
তারিখ: ০২ ফাল্গুন, ১৪৩০ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
বিষয়: কাব স্কাউট ইউনিট লিডারদের সম্মানীভাতা প্রদানের লক্ষে উপজেলাভিত্তিক 'প্রাপ্তি স্বীকার ফরম' প্রেরণ।
সূত্র: বা:স্কা: (প্রা:বি:কা:স্কা:স:প্র:/৪র্থ)/(১২২৫)/১২২৫/২০২৪/১৯০০, তারিখ: ২৮/০১/২০২৪ খ্রিঃ
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্কাউটস কর্তৃক বাস্তবায়নাধীন 'প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পে'র ১ম সংশোধনীতে 'কাব লিডার সম্মানী' উপখাতে প্রকল্পের অবশিষ্ট মেয়াদে সক্রিয় কাব স্কাউট ইউনিট লিডারকে প্রতিমাসের সম্মানী বাবদ ৩০০/- (তিনশত) টাকা হারে চলতি অর্থবছরে একত্রে মোট = ৩,৬০০.০০ (তিন হাজার ছয়শত) টাকা (১০% হারে ৩৬০ টাকা কর্তন করে ৩,২৪০.০০ টাকা হারে) সম্মানী ভাতা প্রদান করা হবে।
০২। সংশ্লিষ্ট অঞ্চলের আওতায় চার্টার্ডভুক্ত কাব স্কাউট দলসমূহের মধ্যে নিয়মিত প্যাক মিটিং বাস্তবায়নকারী, প্রোগ্রাম ও প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণকারী.. এবং শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী ইউনিটকে অগ্রাধিকার দিয়ে কমপক্ষে এক বছর যাবৎ দলে দায়িত্ব পালন করেছেন এমন সকল কাবস্কাউট লিডার সম্মানী ভাতা প্রাপ্য হবেন। সম্মানীভাতা প্রাপ্তির উপজেলা ভিত্তিক 'প্রাপ্তি স্বীকার ফরম' এতদসংগে প্রেরণ করা হলো। সংযুক্ত পত্রের নির্দেশনা মোতাবেক 'প্রাপ্তি স্বীকার ফরম' এর মূল কপির টপশিটে (মোট সংখ্যা উল্লিখিত ফরোয়াডিং) উপজেলা স্কাউটস এর সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সত্যায়ন করে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে জেলা স্কাউটসে প্রেরণ করতে হবে। প্রাপ্তি স্বীকার ফরম এর অগ্রীম কপি হিসাবে তালিকার সফটকপি অর্থাৎ 'ওয়ার্ড ফাইল' এবং স্ক্যান কপি sayembhuvian56@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।
বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো হলো।
স্বাক্ষরিত
(আলেয়া ফেরদৌসী শিখা)
( সহকারী পরিচালক (পলিসি-২)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
১। উপজেলা নির্বাহী অফিসার (সকল)।
২। উপজেলা/থানা শিক্ষা অফিসার (সকল)।
অনুলিপি:
১। বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা/চট্টগ্রাম/খুলনা/রাজশাহী/রংপুর/সিলেট/বরিশাল/ময়মনসিংহ বিভাগ। ২। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সকল)।
৩। প্রকল্প পরিচালক, প্রাথমিক বিদ্যালয়সমূহে কাবস্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্প, বাংলাদেশ স্কাউটস, ৬০, আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০।
৪। সংরক্ষণ নথি।
কাব সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...