সকল মন্ত্রণালয়/বিভাগ এবং আওতাধীন দপ্তর/অধিদপ্তর/সংস্থার রাজস্বখাতের শূন্য পদ জরুরিভিত্তিতে পূরণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র।
সকল মন্ত্রণালয়/বিভাগ এবং আওতাধীন দপ্তর/অধিদপ্তর/সংস্থার রাজস্বখাতের শূন্য পদ জরুরিভিত্তিতে পূরণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র। (১৮/০২/২০২৪)
পরিপত্র (সকল মন্ত্রণালয়/বিভাগ এবং আওতাধীন দপ্তর/অধিদপ্তর/সংস্থার রাজস্বখাতের শূন্য পদ জরুরিভিত্তিতে পূরণ)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
উদ্বৃত্ত কর্মচারী শাখা।
www.mopa.gov.bd
নম্বর-০৫.০০.০০০০.১৬৬.২২.০০৩.২০-২৩ (২০০),
তারিখ: ২৮ মাঘ ১৪৩০
১১ ফেব্রুয়ারি ২০২৪
পরিপত্র
বিষয়: সকল মন্ত্রণালয়/বিভাগ এবং আওতাধীন দপ্তর/অধিদপ্তর/সংস্থার রাজস্বখাতের শূন্য পদ জরুরিভিত্তিতে পূরণ।
প্রাতিষ্ঠানিক সমক্ষতা বৃদ্ধি ও দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়নের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ এবং আওতাধীন দপ্তর/অধিদপ্তর/সংস্থার রাজস্বখাতের শূন্য পদ নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে জরুরিভিত্তিতে পূরণের জন্য অনুরোধ করা হলো:
ক. জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ নভেম্বর ২০১০খ্রি. তারিখের ০৫.১৬৬,০২২,০০,০০,০৪৪.১৯৮৮-১৩৫৬ (২৫০) নম্বর পরিপত্র মোতাবেক রাজস্বখাতের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের ৯০% পদ পূরণের জন্য প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ হতে ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং অবশিষ্ট ১০% সংরক্ষিত শূন্য পদ পূরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮মে ২০১৫খ্রি. তারিখের ০৫.০০.০০০০. ১৬৬. ১১. ০২৯.১১ (অংশ)-১১৪ (১৫০) নম্বর পরিপত্র মোতাবেক জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ছাড়পত্র গ্রহণ করতে হবে;
খ. নিজস্ব অনুমোদিত নিয়োগ বিধিমালা/প্রবিধানমালা, এনাম কমিটি কর্তৃক তৈরিকৃত অর্গানোগ্রাম ও পদ সৃষ্টির আদেশ, শূন্য পদ পূরণ সংক্রান্ত সরকারের অপরাপর যাবতীয় বিধি-বিধান/আদেশ এবং সকল আনুষ্ঠানিকতা যথাযথ অনুসরণ/ প্রতিপালনপূর্বক শূন্য পদ পূরণ করতে হবে; এবং
গ. শূন্য পদ পূরণের তথ্য ১৫ (পনের) দিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
০২। জনস্বার্থে এ পরিপত্র জারি করা হলো।
স্বাক্ষরিত
(মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী)
সিনিয়র সচিব
বিতরণ:
১. মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ, ঢাকা।
৩. সিনিয়র সচিব/সচিব,.. মন্ত্রণালয়/বিভাগ (সকল)।
(অধীনস্থ দপ্তর/পরিদপ্তর/অধিদপ্তর/সংস্থাকে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ হতে ছাড়পত্র গ্রহণপূর্বক রাজস্বখাতের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ জরুরিভিত্তিতে পূরণের বিষয়টি অবহিত করতে হবে)।
8. হিসাব মহানিয়ন্ত্রক, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা।
8. বিভাগীয় কমিশনার,-
৫. জেলা প্রশাসক, (সকল)।
(সকল)।
উপ-নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা (পরিপত্রটি গেজেটের পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্য অনুরোধ করা হলো)।
No comments
Your opinion here...