ad

SEND(Special Education Needs and Disabilities) এর আওতায় ২২ জেলার ৪৮ উপজেলায় একীভূত শিক্ষা বিষয়ক "একীভূতকরণ শিখন শেখানো ও মূল্যায়ন" প্রশিক্ষন আয়োজন সংক্রান্ত RTI এর নির্দেশনা। (২৯/০১/২০২৪)

Views

 

SEND(Special Education Needs and Disabilities) এর আওতায় ২২ জেলার ৪৮ উপজেলায় একীভূত শিক্ষা বিষয়ক "একীভূতকরণ শিখন শেখানো ও মূল্যায়ন" প্রশিক্ষন আয়োজন সংক্রান্ত RTI এর নির্দেশনা। (২৯/০১/২০২৪)

USAID Shobai Miley Shikhi Project EVERYONE LEARNS TOGETHER স্মারক নংঃ RTI-SMSA-2024-074

তারিখঃ ২৯ জানুয়ারী ২০২৪ বরাবর: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

বরগুনা, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, বান্দরবান, রাঙ্গামাটি

বিষয়: আপনার জেলায় Special Education Needs and Disabilities (SEND) এর কার্যক্রম বাস্তবায়নের আওতায় শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম প্রসঙ্গে।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নংঃ ৩৮.০১.০০০০.১৪২.২৮.১৭৪,২৩-২৩১, তারিখঃ ০৫ ডিসেম্বর ২০২৩

জনাব,

ইউএসএআইডি- এর সবাই মিলে শিখি প্রকল্প এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা!

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর (পিইডিপি ৪) সাব-কম্পোনেন্ট ২.৬ এর Special Education Needs and Disabilities (SEND) এর কার্যক্রম বাস্তবায়নের জন্য USAID এবং ERD'র মধ্যে স্বাক্ষরিত MOU অনুসারে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদিত USAID's সবাই মিলে শিখি প্রকল্পের ২য় বছরের কর্মপরিকল্পনা অনুসারে নির্ধারিত কর্ম এলাকায় শিক্ষকগণকে SEND এর আওতায় প্রশিক্ষণ প্রদান করছে। ৫ দিন মেয়াদি এই প্রশিক্ষণে কর্ম এলাকার (৭ টি বিভাগের ২২ টি জেলার ৪৮ টি উপজেলার) ১০,০০০ জন প্রধান/সহকারী শিক্ষক অংশগ্রহণ করবেন।

USAID মুলত: RTI International নামক আন্তর্জাতিক বেসরকারী সংস্থার মাধ্যমে SEND এর আওতায় "একীভূতকরণের কৌশল: শিখন- শেখানো এবং মূল্যায়ন" বিষয়ক প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। নির্ধারিত কর্ম এলাকায় প্রতি স্কুলের প্রধান শিক্ষক এবং একজন সহকারী শিক্ষক Special Education Needs and Disabilities (SEND) উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট উপজেলার TOT (Training of Trainer) প্রাপ্ত ট্রেইনারগণ প্রশিক্ষণ পরিচালনা করবেন। ১ জন ট্রেনিং কো-অর্ডিনেটর আরটিআই ইন্টারন্যাশনাল এর পক্ষে নির্ধারিত উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত আছেন। নিম্নে ছকে নির্ধারিত উপজেলার নাম ও ব্যাচ সংখ্যা উল্লেখ করা হলো







DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.